কলকাতাতে কোম্পানিতে চাকরির সুযোগ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পাশে আবেদন করুন

Kolkata Job Vacancy 2023 : আপনার যোগ্যতা কি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশ এর মধ্যে এবং বেকার কোনো কাজের সন্ধান পাচ্ছেন না। তাহলে আপনার জন্য রয়েছে একটি কাজের সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (Employment Bank) -এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতাতেই। এই নিয়োগের বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.
নিয়োগকারী সংস্থাELASTIC RUN
পদের নামপার্সেল ডেলিভারি বয়
মোট শূন্যপদের সংখ্যা২০০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৭ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটemploymentbankwb.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google News Google Newsপড়ুন

Kolkata Job Vacancy 2023

পদের নাম –

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ELASTIC RUN কোম্পানিতে পার্সেল ডেলিভারি বয় (Delivery Boy Job 2023) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা –

এখানে সর্বমোট ২০০ টি শূন্যপদ রয়েছে। কলকাতার গিরিশ পার্কে – ১০০ জন এবং দমদমে – ১০০ জন প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ থেকে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে সাইকেল চালানো জানতে হবে (সর্বোচ্চ ২ থেকে ৩ কিমি)।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।

বেতন –

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা থেকে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

সুবিধা –

থাকার জন্য ডরমেন্টারি রুম এবং সাইকেল ফ্রিতে দেওয়া হবে।

ডিউটি ঘণ্টা –

এই পদে নিযুক্ত প্রার্থীদের ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। সপ্তায় এক দিন ছুটি পাবেন।

কাজের স্থান –

কলকাতার দমদম, গিরিশ পার্কে।

নতুন চাকরির খবরঃ এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। এরপর কোম্পানির তরফ থেকে আপনাকে যোগাযোগ করে নিয়োগ করবে।

মনে রাখবেন, চাকরি পেতে কোনো টাকা লাগবে না।

হেল্পলাইন নম্বর –

আরও জানতে এবং আবেদনের কোনো রকম সমস্যা হলে এই নম্বর যোগাযোগ করুন – 9088616469 (জয় স্যার)

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

Joining এর সময় যে সমস্ত নথিপত্রগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের, সেগুলি হলো –

  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ভোটার কার্ড,
  • ব্যাংক পাশবুক,
  • নিজের পাসপোর্ট সাইজের ছবি (চার কপি)

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটemploymentbankwb.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?1
Happy 100%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

Comments are closed.