Duare Sarkar Camp – আপনার এলাকায় কবে বসতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প? দেখে নিন ক্লিক করে

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১লা ডিসেম্বর, ২০২০ তারিখে প্রথম দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা খুব সহজেই পেতে পারেন। এর আগে একাধিকবার রাজ্যের বহু জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। যার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।

ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে সরকারি পরিষেবা প্রদান। যেখানে মোট ৩৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং কি কি সুবিধা পাওয়া যাবে –

দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত সুবিধা পাওয়া যাবে

  • স্বাস্থ্য সাথী
  • খাদ্য সাথী
  • লক্ষ্মীর ভান্ডার
  • কন্যাশ্রী
  • রূপশ্রী
  • মেধাশ্রী
  • শিক্ষাশ্রী
  • ঐক্যশ্রী
  • মানবিক প্রকল্প
  • তপশিলি বন্ধু
  • বার্ধক্য ভাতা
  • বিধবা ভাতা
  • কৃষক বন্ধু (নতুন) প্রকল্প
  • কিষাণ ক্রেডিট কার্ড
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড
  • ভবিষ্যত ক্রেডিট কার্ড
  • মৎস্যজীবী ক্রেডিট কার্ড
  • পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন
  • বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
  • কাস্ট সার্টিফিকেট
  • আধার সংক্রান্ত
  • এছাড়াও আরো ১৪ টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে? দেখে নিন

  • সবার প্রথমে ds.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
Duare Sarkar Camp 2023 List
  • এরপর Find Your Camp এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার জেলা, ব্লক, পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে।
  • সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে কবে কখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুয়ারে সরকার ক্যাম্পে যেকোনো প্রকল্পের জন্য আবেদন, সংশোধন যেকোনো কাজের ক্ষেত্রে নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। এছাড়াও নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে।

Official Website: Click Here

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন? নাম গৃহীত হয়েছে কিনা চেক করুন।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%