কলকাতায় চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ | CNCI Recruitment 2023

Kolkata New Job Vacancy: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI), কলকাতাতে একাধিক শূন্যপদে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.N-246/2023
নিয়োগকারী সংস্থা/ বোর্ডChittaranjan National Cancer Institute (CNCI)
আবেদন মাধ্যমওয়াক ইন ইন্টারভিউ
ইন্টারভিউর তারিখ৯ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটcnci.org.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

CNCI Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

CNCI এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Senior Resident পদে নিয়োগ করা হবে। এই পদে সব মিলিয়ে মোট ১৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

CNCI Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে Post Graduate Degree/ Diploma করে থাকতে হবে প্রার্থীদের। সঙ্গে MCI রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৩৭ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০৯-১২-২০২৩ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন মূল্য (Application Fees)

আবেদন ফি হিসেবে ২০০/- টাকা জমা করতে হবে। ফি জমা করতে হবে প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নীচে দেওয়া হলো –

অবশ্যই পড়ুন » ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ নতুন প্রকল্পের ঘোষণা মোদী সরকারের, প্রতিবছর পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে ফিলাপ করে নিতে হবে। সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস -এর সেলফ অ্যাটেস্টেড কপি একত্রিত করে নীচে দেওয়া ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

2nd Campus of Chittaranjan National Cancer Institute, Street No. 299, Plot No. DJ-01, Premises No 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata – 700160.

ইন্টারভিউ তারিখ ও সময়

৯ ডিসেম্বর, ২০২৩ তারিখে সকাল ১১ টা ৩০ থেকে ইন্টারভিউ শুরু হবে

নতুন চাকরির খবর » জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে? আবেদনের শেষ দিন কবে?

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
📝 আবেদন ফর্মDownload Form
🌐 অফিসিয়াল ওয়েবসাইটcnci.org.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।