১৫,০০০ টাকা বেতনে পশ্চিম মেদিনীপুরে চাকরির সুযোগ, যেকোনও জেলা থেকে আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিম মেদিনীপুর জেলাতে রূপশ্রী প্রকল্পে একাউন্টেন্ট নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ন চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.368/SW
নিয়োগকারী সংস্থাOffice of the DM & Collector, Paschim Medinipur
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১১ জানুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.paschimmedinipur.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Paschim Medinipur Job Vacancy 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে Accountant পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট ১ জন (SC) যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে। B.Com পাশ এবং Accountancy তে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। সঙ্গে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 

  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই। এর জন্য প্রথমে আপনাকে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির ৩ নং পাতায় থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে সিগনেচার করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কপি একত্রিত করে একটি খামে ভরতে হবে। তারপর সশরীরে নিচের ঠিকানায় ড্রপ বক্সে ফেলে আসতে হবে আবেদনপত্রটি।

আরও পড়ুন – সবাইকে বানাতে হবে ABC ID Card, কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাওয়া যাবে দেখুন

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড),
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট),
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট

নতুন চাকরির খবর » রাজ্যে এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৭ হাজার টাকা

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অফলাইনে আবেদন প্রক্রিয়া গত ২১-১২-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১-০১-২০২৪ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্রDownload
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.paschimmedinipur.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

LPG Subsidy Check – রান্নার গ্যাসের ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকছে তো? বাড়ি বসে মোবাইল থেকেই চেক করুন

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।