SIM Card New Rules: মোবাইল ফোন ছাড়া এখন এক মুহূর্ত চলা সম্ভব নয়। দুরভাষের জগতে বিপ্লব ঘটিয়েছে স্মার্টফোন। এখন একটা ফোনেই ব্যবহার করা যায় দুটি সিম কার্ড (SIM Card)। তবে প্রযুক্তির উন্নতি যেমন হয়েছে, তেমনি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির ঘটনাও। হাতের স্মার্টফোনেই লুকিয়ে রয়েছে গুরুতর সমস্যা। আর তাই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ট্রাই (TRAI)। সিম কার্ডের নতুন নিয়ম চালু হতে চলেছে দেশ জুড়ে। এই নতুন নিয়ম মানতে হবে সবাইকেই। গত ১৫ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছে ট্রাই। জুলাই মাসের শুরু থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে দেশে। এর ফলে মোবাইল জালিয়াতির ঘটনা অনেকটাই কমবে বলে ধারণা করা যাচ্ছে।
সাধারণ মানুষ এখন প্রযুক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল। আর এই প্রযুক্তির হাত ধরেই ধেয়ে আসছে বিপদ। ফ্রডের ঘটনা এতটাই বেড়েছে যে, তা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের আমজনতার কাছে। জমা পড়ছে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে একটি ব্যবস্থা গ্রহণ দরকার ছিলই। তারই পদক্ষেপ স্বরূপ ট্রাই এর নতুন সিদ্ধান্ত। যেটি লাগু হতে চলেছে আগামী ১ জুলাই থেকে।
সিম কার্ড সোয়াপিং-এ নতুন নিয়ম জারি
ইউজারদের সিম কার্ড পরিবর্তনকে বলা হয় সিম কার্ড সোয়াপিং। সাধারণত কোনও ব্যবহারকারীর সিম কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ইউজার তাঁদের টেলিকম অপারেটরের কাছে গিয়ে পুরনো সিমের বদলে নতুন একটি নিতে পারেন। এই নিয়ম অনেকদিন ধরেই চালু রয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা এর দ্বারা সুবিধা পান। কিন্তু জানা যাচ্ছে, এবার থেকে সিম কার্ড সোয়াপিং-এ নতুন নিয়ম চালু হবে। সেই নিয়ম দ্রুত চালুর পথে ট্রাই।
সিম কার্ডের নিয়মে কী পরিবর্তন আসবে?
ট্রাই এর নতুন নিয়ম বলছে এই নতুন নিয়ম লাগু হওয়ার পর ব্যবহারকারীর সিম কার্ড সোয়াপ করার পর ফোন নম্বর পোর্ট করা যাবে না। ট্রাই জানিয়েছে, এই নিয়ম লাগু করার অন্যতম কারণ হলো, সিম কার্ড সংক্রান্ত ফ্রড আটকানো। এর দ্বারা জালিয়াতি রোখা যাবে বলেই মত।
আরও পড়ুন » RBI Rules: দোলের দিন নোটে রং লেগে গিয়েছে? রং লাগা নোট আদৌ চলবে? জেনে নিন RBI-এর নিয়ম
নতুন নিয়ম বলছে, সম্প্রতি যারা সিমকার্ড সোয়াপ করিয়েছেন, তাঁরা মোবাইল নম্বর পোর্ট করাতে পারবেন না। তবে ইউজাররা ঠিক সাত দিন পর আবার অন্য কোন কোম্পানিতে সুইচ করতে পারবেন। ট্রাই জানিয়েছে, তারা দ্রুত ডিওটি (DoT) এর কাছে এই সার্ভিস শুরু করার আবেদন জানিয়েছে।
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।
Comments are closed.