SSC MTS Recruitment 2024: চাকরির বাজারে এখন মন্দার ছোঁয়া। তবে এই মন্দার মাঝেও সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর আছে। ভারত সরকারের স্টাফ সিলেকশনের কমিশনের পক্ষ থেকে বেরিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাভিলদার পদে মোট ৯,৫৮৩ জনকে নিয়োগ করা হবে। আর এই চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। তাই আর দেরি না করে জেনে নিন এই চাকরি সম্পর্কে সব খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission (SSC) |
মোট শূন্যপদ | |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
SSC MTS Recruitment 2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) | |
হাভিলদার | ৩৪৩৯ টি |
আগে সম্ভাব্য শূন্যপদের সংখ্যা ছিল ৮,৩২৬টি। এখন মোট শূন্যপদের সংখ্যা ৯,৫৮৩টি। এই বিশাল সংখ্যক পদে নিয়োগের সুযোগ পেয়ে অনেকেই খুশি হবেন। তবে মনে রাখবেন, প্রতিযোগিতাও কম হবে না।
শিক্ষাগত যোগ্যতা
SSC MTS Recruitment 2024 এই চাকরির জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। হ্যাঁ, শুধু মাধ্যমিক পাসেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল নোটিফিকেশনে একবার দেখে নেওয়া ভালো, কারণ কখনও কখনও অতিরিক্ত যোগ্যতার কথাও উল্লেখ থাকতে পারে।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
- সর্বোচ্চ বয়সসীমা – ২৭ বছর
- বয়স হিসেব করতে হবে ১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী। তবে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এই পদে নিযুক্ত হলে কত টাকা বেতন পাবেন, সে বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
আর পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে ১৫০০টি শূন্যপদে নিয়োগ! অনলাইনে আবেদন করুন
নির্বাচন পদ্ধতি (Selection Process)
এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপ পার করতে হবে:
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) – হাভিলদার পদের ক্ষেত্রে
- শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট (PST) – হাভিলদার পদের ক্ষেত্রে
এই পরীক্ষাগুলোতে ভালো করতে পারলেই আপনি চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
✅ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE)

✅ শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) – হাভিলদার পদের ক্ষেত্রে

✅ শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট (PST) – হাভিলদার পদের ক্ষেত্রে

আবেদন মূল্য (Application Fees)
এই পদে আবেদন করতে হলে আপনাকে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে SC / ST / PwBD / Ex-servicemen (ESM) / Female প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
BHIM UPI, Net Banking, Debit card এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
এখানে আবেদন করতে হবে অনলাইনে। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে –
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন করার পর লগইন করে আবেদনপত্র পূরণ করুন।
- সব তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা চেক করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
দরকারি নথিপত্র (Required Documents)
আবেদন করার সময় আপনার এই নথিপত্রগুলো লাগবে:
- মাধ্যমিক পাসের মার্কশিট
- পরিচয়পত্র হিসেবে (আধার কার্ড বা প্রিন্টআউট E-Aadhaar, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, কলেজ / স্কুল / ইউনিভার্সিটির আইডি কার্ড)
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC প্রার্থীদের জন্য)
- আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- আবেদনকারীর স্বাক্ষর
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
আবেদন শুরু | ২৭/০৬/২০২৪ |
আবেদন শেষ | |
Application Correction Date | ১৬ থেকে ১৭ আগস্ট, ২০২৪ |
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। SSC MTS Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
তাই আর দেরি না করে এখনই আবেদন করুন। মনে রাখবেন, শেষ তারিখের আগেই আবেদন করা ভালো। কারণ শেষ মুহূর্তে সার্ভার স্লো হয়ে যেতে পারে। আপনার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা রইল।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
📄 Date Extended Notice | Download |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।