গ্রুপ C ও D পদে ২০০৬ টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন – SSC Group C and D Recruitment 2024

SSC Group C and D Recruitment 2024 – গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগের খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতে চাইছেন এই নিয়োগ সম্পর্কে। তাই আজ আমরা জানব স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিস্তারিত। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ায় আপনি কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত – এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

SSC Group C and D Recruitment 2024

SSC Group C and D Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে দুটি পদে নিয়োগ করা হবে:

  1. Stenographer Grade C
  2. Stenographer Grade D

সব মিলিয়ে মোট ২০০৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক (10+2) পাস এবং স্টেনোগ্রাফি জানা আবশ্যক।

বয়সসীমা

Stenographer Grade C :

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর

Stenographer Grade D :

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৭ বছর

বয়স হিসেব করতে হবে ১লা আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী। SC, ST, OBC, PWD এবং Ex-Servicemen (ESM) দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

কেন্দ্র সরকারের বর্তমান পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। সুতরাং এটা বলা যায় যে বেতন ভালোই হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এই শূন্যপদে নিয়োগ দুটি ধাপের মাধ্যমে করা হবে:

প্রথম ধাপ: কম্পিউটারের মাধ্যমে লিখিত পরীক্ষা

মোট নম্বর ২০০, সময় ২ ঘন্টা, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

দ্বিতীয় ধাপ: স্টেনোগ্রাফি টেস্ট

প্রথম ধাপে পাস করলে এই পরীক্ষার জন্য ডাকা হবে

আবেদন মূল্য (Application Fees)

General প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি। SC, ST, OBC, PWD, Ex-Servicemen (ESM) এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

  1. আগ্রহী প্রার্থীদের SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ যেতে হবে।
SSC Group C Recruitment 2024 Apply Process
  1. এরপর হোমপেজে থাকা Apply অপশনে ক্লিক করতে হবে।
  2. এরপর Stenographer Grade ‘C’ and ‘D’ Examination 2024 পাশে থাকা Apply লিংকে ক্লিক করতে হবে।
  3. এরপর রেজিস্ট্রেশন করতে হবে (যদি আগে না করা থাকে)।
  4. এরপর লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  5. আবেদন ফি জমা দিন (প্রযোজ্য ক্ষেত্রে)।
  6. সবশেষে সাবমিট বোতামে ক্লিক করে ফর্ম জমা করুন।

দরকারি নথিপত্র (Required Documents)

আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলি প্রস্তুত রাখুন –

  1. আধার কার্ড
  2. জন্ম তারিখের প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  4. জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  5. পাসপোর্ট সাইজের ছবি
  6. নিজের স্বাক্ষর

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু২৬/০৭/২০২৪
আবেদন শেষ১৭/০৮/২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়তে অনুরোধ করছি। এটা আপনাকে সব তথ্য সঠিকভাবে জানতে সাহায্য করবে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই চাকরির সুযোগটি হাতছাড়া করবেন না। যদি আপনি যোগ্যতা পূরণ করেন, তাহলে অবশ্যই আবেদন করুন। ভালো প্রস্তুতি নিন এবং পরীক্ষায় সেরাটা দিন। আশা করি আপনি সফল হবেন। আপনার বন্ধু-বান্ধব যারা এই চাকরির জন্য যোগ্য, তাদেরকেও এই চাকরির সম্পর্কে জানাতে এই পোস্টটি শেয়ার করুন। শুভকামনা রইল সবার জন্য!

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।