ICDS-এ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন – ICDS AWW Job Recruitment 2024

ICDS AWW Job Recruitment 2024: চাকরি প্রার্থীদের আবারও সুখবর! পশ্চিম মেদিনীপুর জেলার Dantan-I ICDS প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়ি সহায়ক (AWH) পদে কর্মরত যোগ্য প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। তাদের অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তবে এই চাকরিটি সম্পূর্ণ অস্থায়ী এবং স্বেচ্ছাসেবী প্রকৃতির। এটি একটি সম্মানজনক সেবা, যেখানে কাজ না করলে বেতন নেই নীতি অনুসরণ করা হয়। আগ্রহী প্রার্থীদের জানিয়ে রাখা হচ্ছে যে, ভবিষ্যতে এই পদে স্থায়ী হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই যারা এই শর্তে কাজ করতে ইচ্ছুক, তারাই কেবল আবেদন করুন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

ICDS AWW Job Recruitment 2024 -এর এই সুযোগ হাতছাড়া করবেন না! আসুন জেনে নেই এই চাকরি সম্পর্কে বিস্তারিত।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫ টি (UR – ৩ টি, SC – ২ টি)।

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই Dantan-I Block এর স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়সসীমা: ৬০ বছর
  • বয়স হিসেব করতে হবে ১৯ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন করা হবে নিম্নলিখিত প্রক্রিয়ায়:

  • লিখিত পরীক্ষা (৩৫ নম্বর)
  • মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ (৫ নম্বর)
  • কাজের অভিজ্ঞতা (১০ নম্বর)

মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। আপনার আবেদনপত্রের সাথে সব প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

দরকারি নথিপত্র

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:

  • মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • জাতি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি কালার ছবি

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

আবেদন শেষ০৮/০৮/২০২৪ বিকাল ৫টা

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটpaschimmedinipur.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই চাকরির সুযোগটা হাতছাড়া করবেন না। আপনি যদি অঙ্গনওয়াড়ি হেলপার হিসেবে কাজ করে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো সুযোগ। তাই দেরি না করে আজই আবেদন করুন।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।