গ্রামীণ ব্যাংকে ৫৩৫১টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন – IBPS Job Recruitment 2024

IBPS Job Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর! গ্রামীণ ব্যাংকে নতুন করে বেশ কিছু পদে লোক নেওয়া হবে। এই খবরটা শুনে অনেকেরই মনে আশার আলো জ্বলে উঠবে। কারণ এখন চাকরি পাওয়া যে কত কঠিন, সেটা তো আমরা সবাই জানি। তাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

গ্রামীণ ব্যাংকে মোট ৫৩৫১টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য IBPS Job Recruitment 2024-এর আওতায় একটা বিজ্ঞপ্তি বের করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন।

IBPS Job Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

IBPS Job Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে প্রধানত দুটি পদে নিয়োগ করা হবে – Probationary Officer (PO) এবং Specialist Officer (SO)। সব মিলিয়ে মোট ৫৩৫১টি শূন্যপদ রয়েছে। এই চাকরিতে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটা ভালো করে পড়ে নিন।

পদের নামশূন্যপদের সংখ্যা
Probationary Officer (PO)৪৪৫৫ টি
Specialist Officer (SO)৮৯৬ টি

শিক্ষাগত যোগ্যতা

গ্রামীণ ব্যাংকে চাকরি পেতে হলে আপনার কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা হতে পারে। তাই প্রতিটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিশটা একবার ভালো করে দেখে নিন।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা – ২০ বছর
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর
  • বয়স হিসেব করতে হবে ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

গ্রামীণ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তাই প্রতিটি পদের বেতনও আলাদা আলাদা। বেতন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে দেখুন।

নতুন চাকরি খবর – ভারতীয় রেলে বিশাল নিয়োগ। ৭৯৫১টি পদে সুযোগ, মাসে ৪৪,৯০০ টাকা পর্যন্ত বেতন!

নির্বাচন পদ্ধতি (Selection Process)

চাকরি পাওয়ার জন্য আপনাকে কয়েকটা ধাপ পার করতে হবে:

  1. প্রথমে একটা লিখিত পরীক্ষা দিতে হবে।
  2. তারপর মেইনস লিখিত পরীক্ষা।
  3. এই দুটো পরীক্ষায় পাস করলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে।
  4. ইন্টারভিউতে সিলেক্ট হলে আপনার সব ডকুমেন্ট যাচাই করা হবে।
  5. সব ঠিক থাকলে তবেই আপনি চাকরি পাবেন।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আবেদন করার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে। প্রথমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর অনলাইন ফর্মটা ভালো করে পূরণ করুন। সব তথ্য দিয়ে শেষ করার পর, একবার সব ঠিক আছে কিনা দেখে নিন। তারপর সাবমিট করুন।

Probationary Officer (PO) এবং Specialist Officer (SO) পদের জন্য আবেদন করার direct link নিচে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু০১/০৮/২০২৪
আবেদন শেষ২১/০৮/২০২৪

IBPS Job Recruitment 2024-এর এই সুযোগটা মিস করবেন না। যদি আপনি চাকরি খুঁজছেন, তাহলে এটা আপনার জন্য একটা দারুণ চান্স। তবে মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ ২১/০৮/২০২৪। তাই সময় থাকতে আবেদন করে ফেলুন। আর হ্যাঁ, আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে পড়ে নিন। সেখানে সব তথ্য পাবেন।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন – PODownload PDF
📄 অফিসিয়াল নোটিফিকেশন – SODownload PDF
✅ আবেদন লিংক – POApply Now
✅ আবেদন লিংক – SOApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.ibps.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

আশা করি, এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাকরি পেয়ে গেলে জানাবেন কিন্তু!

নতুন চাকরি খবর –

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।