BHEL Recruitment 2024: মাধ্যমিক ও ITI পাশে ১০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি দেখুন

BHEL Recruitment 2024: ভারতের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা মাধ্যমিক ও ITI পাশ করেছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

BHEL Recruitment 2024

নিয়োগকারীBharat Heavy Electricals Limited (BHEL)
বিজ্ঞপ্তি নংHYD/HR/RMX/APP/2024-25
পদের নামTrade Apprentices
মোট শূন্যপদ১০০ টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৩/০৯/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটhpep.bhel.com
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Fitter, Machinist, Turner ও Welder ট্রেডে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১০০ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিম্নরূপ:-

ট্রেডের নামশূন্যপদ
Fitter২০ টি
Machinist৪০ টি
Turner২৬ টি
Welder১৪ টি

শিক্ষাগত যোগ্যতা

BHEL Recruitment 2024-এ আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। এই দুটি যোগ্যতা একসাথে থাকা আবশ্যক।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৭ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১/০৯/২০২৪ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

BHEL Recruitment 2024-এ ট্রেড শিক্ষানবিশ হিসাবে নির্বাচিত প্রার্থীদের Apprenticeship নিয়ম অনুযায়ী মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

BHEL Recruitment 2024-এ Assessment Test এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে।

আরো পড়ুন – রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের সুবর্ণ সুযোগ! আবেদন পদ্ধতি দেখুন

আবেদন প্রক্রিয়া

BHEL Recruitment 2024-এ আবেদন করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন:-

Step-1

  1. প্রথমে Apprenticeship পোর্টাল https://www.apprenticeshipindia.gov.in/ -এ যান।
  2. এরপর BHEL Ramachandrapuram Hyderabad -এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

Step-2

  1. BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইট hpep.bhel.com -এ যান।
  2. হোমপেজে Engagement of Trade Apprentices 2024-25 অপশনে ক্লিক করুন।
  3. এরপর Apply তে ক্লিক করুন।
  4. এরপর Apprenticeship Registration number, DOB ও Mobile Number দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  5. রেজিস্ট্রেশন করার পর Apprenticeship Registration number ও DOB দিয়ে লগইন করুন
  6. আবেদন ফর্মটি যত্ন সহকারে পূরণ করুন।
  7. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  8. ফর্মটি জমা দেওয়ার আগে সব তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা তা যাচাই করে নিন।
  9. Submit বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরো বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

দরকারি নথিপত্র

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:-

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  • ITI পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • বর্তমান ঠিকানার প্রমাণপত্র
  • জাতি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • স্বাক্ষরের স্ক্যান কপি

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪/০৯/২০২৪
আবেদন শুরু০৪/০৯/২০২৪
আবেদন শেষ১৩/০৯/২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
রেজিস্ট্রেশন লিংকRegistration Here
আবেদন লিংকApply Here
অফিসিয়াল ওয়েবসাইটhpep.bhel.com
অন্যান্য চাকরির আপডেটClick Here

BHEL Recruitment 2024 একটি সুবর্ণ সুযোগ যা আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। যদি আপনি যোগ্যতা পূরণ করেন, তাহলে অবশ্যই আবেদন করুন। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ ১৩/০৯/২০২৪। সময়মতো আবেদন করতে ভুলবেন না।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।