WB 8th Pass Job 2024: সেন্ট্রাল হোস্টেলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন করুন

WB 8th Pass Job 2024: কাজের সন্ধান চাই? পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এক সুখবর! রাজ্যের সেন্ট্রাল হোস্টেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা অষ্টম শ্রেণী পাস করেছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর, ২০২৪। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিया সম্পন্ন করতে হবে। এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কীভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কত, মাসিক বেতন কত হবে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

WB 8th Pass Job 2024

বিজ্ঞপ্তি নং466/BCW/JGM
পদের নামSuperintendent, Matron, Helper, Cook, Darwan, Karmabandhu
মোট শূন্যপদ৬টি
আবেদনের মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ০৪/১০/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Superintendent, Matron এই দুটি পদ শুধুমাত্র মহিলাদের জন্য, Helper, Cook, Darwan cum Night Guard এবং Karmabandhu পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬টি শূন্যপদ রয়েছে। প্রতিটি পদের জন্য ১ টি করে শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

Helper, Cook, Darwan cum Night Guard এবং Karmabandhu এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।

Matron পদের জন্য নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং Superintendent পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিভাগে গ্র্যাজুয়েট হতে হবে।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

পদের নামমাসিক বেতন
Superintendent১৫,০০০ টাকা
Matron৯,০০০ টাকা
Cook৭,০০০ টাকা
Helper৫,০০০ টাকা
Darwan cum Night Guard৬,০০০ টাকা
Karmabandhu৩,০০০ টাকা

নির্বাচন পদ্ধতি

Superintendentলিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
Matronলিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
Cookইন্টারভিউ
Helperইন্টারভিউ
Darwan cum Night Guardইন্টারভিউ
Karmabandhuইন্টারভিউ

আবেদন মূল্য

কোনো আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন – RRB NTPC Recruitment 2024: ভারতীয় রেলে ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদন করতে প্রার্থীদের অফলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচের ধাপগুলি অনুসরণ করুন-

  1. নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করুন।
  2. আবেদনপত্রটি A4 সাইজের কাগজে প্রিন্ট করুন।
  3. সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  4. প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
  5. নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Office of the PO-cum-DWO, BCW&TD, Jhargram,
2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College)
PO, PS & Dist. Jhargram, PIN 721507

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভাল ভাবে পড়বেন।

দরকারি নথিপত্র

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (অষ্টম শ্রেণী পাসের মার্কশিট)
  • বর্তমান ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড)
  • জাতি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

আবেদন শুরু১৭/০৯/২০২৪
আবেদন শেষ০৪/১০/২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

নতুন চাকরির খবর – কলকাতা সাইন্স সিটিতে নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন formDownload Here
অফিসিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
অন্যান্য চাকরির আপডেটClick Here

এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

Comments are closed.