এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, পদের নাম এবং যোগ্যতা সহ সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন

চাকরি প্রার্থীদের জন্য আবারও রয়েছে এক চাকরির সুবর্ণ সুযোগ। Airports Authority of India (AAI) এর পক্ষ থেকে বিভিন্ন পদে ৩০০ টির বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলো।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.03/2023
নিয়োগকারী সংস্থাAirports Authority of India (AAI)
মোট শূন্যপদের সংখ্যা৩৪২ টি
আবেদন মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন শেষ০৪ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.aai.aero
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

AAI Recruitment 2023

পদের নাম –

এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো –

  • Junior Assistant (Office)
  • Senior Assistant (Accounts)
  • Junior Executive (Common Cadre)
  • Junior Executive (Finance)
  • Junior Executive (Fire Services)
  • Junior Executive (Law)

শূন্যপদের সংখ্যা –

এখানে সব মিলিয়ে মোট ৩৪২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

পদের নামশূন্যপদ
Junior Assistant (Office)
Senior Assistant (Accounts)
Junior Executive (Common Cadre)২৩৭
Junior Executive (Finance)৬৬
Junior Executive (Fire Services)
Junior Executive (Law)১৮

শিক্ষাগত যোগ্যতা –

AAI Recruitment 2023

বয়সসীমা –

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ০৪.০৯.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে Junior Executive পদের জন্য সর্বোচ্চ বয়স ২৭ বছর চাওয়া হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন –

AAI Recruitment 2023

নতুন চাকরির খবরঃ কলকাতাতে কোম্পানিতে চাকরর সুযোগ

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য https://ibpsonline.ibps.in/aaijsaejun23/ -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য ১০০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। SC/ST/PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৪.০৯.২০২৩ তারিখ অর্থাৎ ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
▶️ SyllabusDownload Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aai.aero
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 WBPSC Food SI – ফুড সাব ইন্সপেক্টর অনলাইন আবেদন লিঙ্ক

🔥 ECIL দপ্তরে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি

🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।