রাজ্যে এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৭ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। AI Engineering Services Limited (AIESL) এ ২০৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলা চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

পাশাপাশি এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ন পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.AIESL/HR-HQ/2023/3975
নিয়োগকারী সংস্থাAI Engineering Services Limited (AIESL)
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৫ জানুয়ারি ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiesl.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

AIESL Assistant Supervisor Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

AIESL এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Assistant Supervisor পদে নিয়োগ করা হবে। এই পদে মোট ২০৯ জন প্রার্থীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে নূন্যতম ৩ বছরের Graduation পাশ এবং যেকোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যেকোনো সংস্থায় নূন্যতম ১ বছরের ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা –

০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী General ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর, OBC প্রার্থীদের জন্য সর্ব্বোচ বয়স হতে হবে ৩৮ বছর, SC/ST প্রার্থীদের জন্য সর্ব্বোচ বয়স হতে হবে ৪০ বছর এবং Ex-Servicemen প্রার্থীদের জন্য সর্ব্বোচ বয়স হতে হবে ৩৫ বছর।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এই পদে।

জব পোস্টিং

Delhi, Mumbai, Kolkata, Hyderabad, Nagpur, Thiruvananthapuram.

আবেদন মূল্য (Application Fees)

শুধুমাত্র General, EWS এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে ১০০০/- টাকা। আবেদন ফি জমা করতে হবে নীচে দেওয়া সংস্থার ব্যাঙ্ক অ্যাকউন্ট বিবরণে –

AIESL Assistant Supervisor Recruitment 2023

আরও পড়ুন » এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন ৩ হাজার টাকা! না থাকলে দেখুন কিভাবে আবেদন করতে হবে.

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে। পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF ফাইল বানিয়ে সংস্থার নির্দিষ্ট ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।

সেই সঙ্গে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম ও পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনকারী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়বেন।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

নতুন চাকরির খবর » অষ্টম শ্রেণী পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, শূন্যপদ 484 টি

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫-০১-২০২৪ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aiesl.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।