Calcutta High Court Recruitment 2024: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! কলকাতা হাইকোর্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এবার উচ্চমাধ্যমিক পাশ করলেই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। মোটামুটি ভালো বেতনের এই চাকরিতে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার বাসিন্দারা। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদনযোগ্য। তবে আবেদন করার আগে জেনে নিন কী কী শর্ত পূরণ করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, কবে শেষ তারিখ – এসব জরুরি তথ্য।
Calcutta High Court Recruitment 2024
Advertisement No. 6785-RG
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
Calcutta High Court Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Lower Division Assistant পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২৯১ টি শূন্যপদ রয়েছে। (UR- ১২১ টি, SC- ৫৪ টি, ST- ৩২ টি, OBC- ৩৮ টি)।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। তবে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
- সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
- বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এই পদে নিয়োগ পেলে প্রাথমিক বেতন হবে ২৪,১০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাও পাওয়া যাবে।
আরো পড়ুন : গ্রুপ C ও D পদে ২০০৬ টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
নির্বাচন পদ্ধতি (Selection Process)
প্রার্থীদের নির্বাচন করা হবে মোট তিনটি ধাপে।
- Preliminary Screening Test (Phase-I)
- Competitive Written Test (Phase-II)
- Viva-Voce Test (Phase-III)
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। এই দুটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
আবেদন করতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। কত টাকা আবেদন ফি জমা করতে হবে দেখে নিন –

আবেদন প্রক্রিয়া (Apply Process)
আবেদন করতে হবে অনলাইনে। নিচের ধাপগুলি অনুসরণ করুন –
- প্রথমে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in-এ যেতে হবে।
- সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় যে সব তথ্য চাওয়া হবে, সেগুলো সঠিকভাবে দিতে হবে।
- তারপর লগইন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সমস্ত তথ্য পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপর আবেদন ফি জমা করতে হবে।
- তারপর ফাইনাল সাবমিট করার পর জমা করা আবেদনপত্র প্রিন্ট আউট করে নিতে হবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
- উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
- বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষার এডমিট কার্ড বা সার্টিফিকেট
- বর্তমান ঠিকানার প্রমাণপত্র
- জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- নিজের সই
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১/০৮/২০২৪ |
আবেদন শুরু | ০৫/০৮/২০২৪ |
আবেদন শেষ | ২৬/০৮/২০২৪ |
Calcutta High Court Recruitment 2024 আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | calcuttahighcourt.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।