কলকাতা ইউনিভার্সিটিতে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে RUSA 2.0 প্রজেক্টের অধীনে হিউম্যান রিসোর্স (ম্যানপাওয়ার) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অস্থায়ী চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এছাড়াও আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.VC/1909/2023
নিয়োগকারী প্রতিষ্ঠানUniversity of Calcutta
আবেদন মাধ্যমইমেইলে
আবেদন শেষ৩১ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটcaluniv.ac.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Calcutta University Recruitment 2023 New Notification – Full Details

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে Multi Tasking Staff এবং Research Assistant (IT/IP) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।

১) Multi Tasking Staff

শূন্যপদ –

এই পদে ১ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে যেকোনো শাখায় Honours Graduate পাশ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার কাজে দক্ষ হতে হবে।

বয়সসীমা –

আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

২) Research Assistant

শূন্যপদ –

এই পদে ২ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে Master ডিগ্রি অথবা STEM এ Master ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বয়সসীমা –

আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

রাজ্যে স্বচ্ছ ভারত মিশনের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন 11,990 টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির ৪ নং পাতায় থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে পূরণ করতে হবে। নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি, ছবি এবং সিগনেচার করে একটি PDF ফাইল বানাতে হবে। ওই পিডিএফ ফাইল নিচের ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে।

আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি

iprcellcu@caluniv.ac.in

আরও পড়ুন » সবাইকে বানাতে হবে ABC ID Card, কি কি সুবিধা পাওয়া যাবে দেখুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১-১২-২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্রDownload
🌐 অফিসিয়াল ওয়েবসাইটcaluniv.ac.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।