Durgapur SAIL Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর! দুর্গাপুর স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সুযোগটি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরি প্রার্থীদের জন্য উন্মুক্ত। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যদি আপনি একজন চিকিৎসক এবং একটি প্রতিষ্ঠিত সরকারি সংস্থায় কাজ করতে আগ্রহী, তাহলে এই সুযোগটি আপনার জন্য একেবারে উপযুক্ত। আসুন জেনে নেই এই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।
Durgapur SAIL Recruitment 2024
Advt.No. DSP/HR-NW/RECTT/CONSULTANTS (GDMO/SPECIALIST)/2024/Det
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে বিভিন্ন মেডিকেল পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১৯টি শূন্যপদ রয়েছে। নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে:
- GDMO MBBS
- GDMO (Dental)
- Specialists (Radiology)
- Specialists (Ophthalmology)
- Specialists (Surgery)
- Specialists (Gynae & Obst.)
- Specialists (Anaesthesiology)
- Specialists (OHS)
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত রয়েছে। সঠিক তথ্যের জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন। সাধারণভাবে MBBS ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞতা প্রয়োজন হবে।
বয়সসীমা
- সর্বোচ্চ বয়সসীমা – ৬৯ বছর
- বয়স হিসেব করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
মাসিক বেতন ৭০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। তবে মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)
প্রার্থীদের নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এটি একটি ওয়াক-ইন-ইন্টারভিউ প্রক্রিয়া, যা ২১, ২২ ও ২৩ আগস্ট ২০২৪ তারিখে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সঠিক ও যোগ্য প্রার্থীদের এই ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ নিয়োগ করা হবে। তাই বিজ্ঞপ্তিতে থাকা আবেদনপত্র প্রিন্টআউট করে সেটি ভালোভাবে পূরণ করে নিজের সমস্ত ডকুমেন্টস যুক্তে করে নির্দিষ্ট দিনে নির্দিশ সময়ের মধ্যে ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর ঠিকানা
OFFICE OF CMO I/c (M&HS), DSP MAIN HOSPITAL, DURGAPUR - 713205, PASCHIM BARDHAMAN, WB
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জন্ম তারিখের প্রমাণপত্র
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষর
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০/০৭/২০২৪ |
ওয়াক-ইন-ইন্টারভিউ | ২১, ২২ ও ২৩ আগস্ট ২০২৪ |
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | sailcareers.com |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।