ECIL Recruitment 2023 – ECIL দপ্তরে বহু সংখ্যক কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি

ECIL Recruitment 2023 : চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.14/2023
নিয়োগকারী সংস্থাElectronics Corporation of India Limited (ECIL)
আবেদন মাধ্যমঅফলাইন (ইন্টারভিউ)
অফিসিয়াল ওয়েবসাইটwww.ecil.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

ECIL Recruitment 2023

পদের নাম –

  • Project Engineer
  • Technical Officer
  • Assistant Project Engineer

শূন্যপদের সংখ্যা –

সব মিলিয়ে মোট ১৬৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে First Class Graduate in BE/B.Tech/ Diploma পাশ করে থাকলে এই পদগুলিতে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন।

বয়সসীমা –

এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়সসীমা রয়েছে। নিচের সারণী থেকে জেনে নিন কোন পদে বয়সসীমা কত রাখা হয়েছে –

পদের নামসর্বোচ্চ বয়সসীমা
Project Engineer৩৩ বছর
Technical Officer৩০ বছর
Assistant Project Engineer২৫ বছর

বেতন –

পদের নামমাসিক বেতন
Project Engineer৪০,০০০/- টাকা
Technical Officer২৫,০০০/- টাকা
Assistant Project Engineer২৪,৫০০/- টাকা

নতুন চাকরির খবরঃ এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপরে আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ গুরুত্বপূর্ন নথির সেল্ফ এটেস্টেড জেরক্স কপি এবং অরিজিনাল নথি সঙ্গে করে নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান ও তারিখ

বিভিন্ন শহরের ক্ষেত্রে বিভিন্ন স্থানে ইন্টারভিউর স্থান নির্ধারণ করা হয়েছে, সম্পূর্ন লিস্টটি নীচে দেওয়া হলো –

ECIL Recruitment 2023

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

যে সমস্ত নথিপত্রগুলির জেরক্স কপি সহ অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে –

  • পরিচয়পত্র আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • অন্যান্য নথি

নির্বাচন পদ্ধতি (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন ফর্মDownload Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.ecil.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 WBPSC Food SI – ফুড সাব ইন্সপেক্টর অনলাইন আবেদন লিঙ্ক

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।