কলকাতায় জাহাজ নির্মাণ কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | GRSE Recruitment 2024

GRSE Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন চাকরির খবর। সম্প্রতি জাহাজ নির্মাণ কোম্পানি গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগে প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.2024/02 (J)
নিয়োগকারী সংস্থাGarden Reach Shipbuilders & Engineers Limited (GRSE)
আবেদন মাধ্যমOnline
আবেদন শেষ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

GRSE Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

GRSE Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে JOURNEYMAN পদে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫০ টি শূন্যপদ রয়েছে। ট্রেডগুলি হলো –

  • Structural Fitter
  • Fitter
  • Welder
  • Crane Operator
  • Machine Operator
  • Machinist
  • Pipe Fitter
  • Rigger
  • Driver Material Handling
  • Electronic Mechanic
  • Diesel Mechanic

শিক্ষাগত যোগ্যতা –

GRSE Recruitment 2024 এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ২৬ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এখানে নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং চলাকালীন প্রথম বছর ২৪,০০০/- টাকা মাসিক ভাতা দেওয়া হবে এবং দ্বিতীয় বছর ২৬,০০০/- টাকা মাসিক ভাতা দেওয়া হবে।

ট্রেনিং সম্পূর্ন হলে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ১৯৯০০-৩%-৬৯৬৫০ টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবর » ইন্ডিয়ান কোস্ট গার্ডে 260 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Written Test
  • Practical (Trade) Test

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য আবেদন ফি হিসেবে ৪৭২/- টাকা জমা করতে হবে। তবে SC/ ST/ PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

GRSE Recruitment 2024 Apply Process : এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের নিচের স্টেপগুলি ফলো করতে হবে।

  • প্রথমে প্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in এ গিয়ে নিচের দিকে থাকা Current Jobs লিংকে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে Notification No. 2024/02 (J) এর অধীনে থাকা Apply Online লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর Fresh Candidate এ ক্লিক করে আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে সাবমিট এ ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২০-০১-২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯-০২-২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন » ভুল অ্যাকাউন্টে ইউপিআই পেমেন্ট করে ফেলেছেন? কীভাবে টাকা ফেরত পাবেন? জানুন

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

Comments are closed.