এইচডিএফসি ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি 2023-24

সকল প্রার্থীদের জন্য খুশির খবর এইচডিএফসি ব্যাঙ্কে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে নিয়োগের ঘোষণা করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের (NCS) ওয়েবসাইটে পাওয়া যাবে, যা ব্যাঙ্কিংয়ে ক্যারিয়ার গড়ার ব্যাপারে আগ্রহী ব্যক্তিদের জন্য সুসংবাদ নিয়ে আসে। মিস করবেন না – এখনই আবেদন করুন এবং এই পোস্টে বিস্তারিত সহজ আবেদন প্রক্রিয়া অনুসরণ করুন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

HDFC Bank Recruitment 2023

পদের নাম

  • Back Office Executive
  • Data Entry Operator
  • Account officer
  • KYC Verification Officer
  • Relationship Manager

মোট শূন্যপদ

সব মিলিয়ে মোট ৮৯ টি শূন্যপদে এইচডিএফসি ব্যাঙ্কে  নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষিত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 14,500/- টাকা। এই বেতন সর্বোচ্চ 26,700/- টাকা অব্দি হতে পারে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে?

www.ncs.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার পূর্বে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে ncs.gov.in পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এনসিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন, তারপর নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

নির্বাচন প্রক্রিয়া

কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি সাক্ষাৎকারের এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ

NCS-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এখানে আবেদন করার শেষ তারিখ হল 29ই জানুয়ারী 2023.

কোনো প্রশ্ন‘থাকলে জেনে নিন – 8910484383
Email id- corporatebank.india@gmail.com

অফিসিয়াল বিজ্ঞপ্তি

অফিসিয়াল ওয়েবসাইটwww.ncs.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
More Jobs NewsClick Here

Disclaimer

প্রসঙ্গত উল্লেখ্য www.ncs.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী উপরোক্ত বিষয়গুলি প্রতিবেদনের মাধ্যমে জানানো হল। আবেদন করার আগে অবশ্যই যাচাই করে বুঝে তারপর আবেদন করবেন। আরও বিস্তারিত জানতে উক্ত ব্যাংকের অফিশিয়াল সাইট ভিজিট করুন। INB GURU কোনও নিয়োগ দেওয়ার সংস্থা নয়। শুধুমাত্র বিভিন্ন সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা খবর আকারে প্রকাশ করে।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।