বিভিন্ন ICDS কেন্দ্রগুলিতে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্র (ICDS Centre) গুলিতে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া জেলার নিম্নলিখিত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যেসকল সহায়িকারা নূন্যতম ৫ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় মহিলা প্রার্থীরাই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনাদের বলে রাখি, এই পদগুলি স্বেচ্ছা সেবামূলক। এখানে নিযুক্ত প্রার্থীদের সরকারি নির্দিষ্ট সাম্মানিক ভাতা দেওয়া হলেও তারা সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। এখানে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাICDS, Purulia
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটpurulia.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে, তাই বিভিন্ন ব্লকের ক্ষেত্রে শূন্যপদ বিভিন্ন। তবে সব মিলিয়ে মোট ১৮১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ৩০.০১.২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ প্রতিমাসে ৪,৫০০/- টাকা এবং অতিরিক্ত ভাতা ৩,৭৫০/- টাকা দেওয়া হবে।

কোন কোন ব্লকে নিয়োগ করা হবে ?

পুরুলিয়া জেলার কোন কোন ব্লকে নিয়োগ করা হবে, জানতে নীচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংকে ক্লিক করুন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষা (৩৫ নম্বর), অভিজ্ঞতা যাচাই (১০ নম্বর) ও মৌখিক পরীক্ষা (৫ নম্বর) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানার বিবরণ দেখতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

নতুন চাকরির খবর » ভোটের আগে বাজেটে চমক! 300 ইউনিট বিদ‍্যুৎ একেবারে ফ্রী, ঘোষণা সীতারামনের

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭-০২-২০২৪ তারিখের বিকাল ৩ টা পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটpurulia.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।