India Post GDS Recruitment 2024: ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একটি বড় সুখবর এসেছে। গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে মাধ্যমিক পাশ করা যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
বেকার যুবক-যুবতীদের জন্য এটা একটা দারুণ সুযোগ। কারণ এখানে শুধু মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। তাছাড়া ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর সবচেয়ে ভালো খবর হলো, এখানে কোনো পরীক্ষা নেই। শুধু মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।
Advertisement No. | 17-03/2024-GDS |
নিয়োগকারী সংস্থা | India Post |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৫ই আগস্ট, ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
India Post GDS Recruitment 2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
এই নিয়োগে তিনটি পদে প্রার্থী নেওয়া হবে:
- Gramin Dak Sevak (GDS)
- Branch Postmaster – BPM
- Assistant Branch Postmaster – ABPM
মোট শূন্যপদের সংখ্যা ৪৪,২২৮ টি। এত বেশি সংখ্যক পদে নিয়োগ হওয়ায় অনেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গে শূন্যপদের তালিকা | West Bengal GDS Vacancy List 2024
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সার্কেলে এবার মোট ২,৫১৪ টি শূন্যপদ রয়েছে। এটা একটা বিরাট সুযোগ চাকরি প্রার্থীদের জন্য। এই পদগুলি প্রতিটি জেলা ও ডিভিশন ভিত্তিকভাবে ভাগ করা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই Division Wise লিস্টটি দেখে নেওয়াই ভাল।
পশ্চিমবঙ্গে কোন ডিভিশনে কতটা শূন্যপদ রয়েছে, নিচে দেওয়া তালিকাটা ভালো করে দেখে নিন:
No. | ডিভিশনের নাম (Division Name) | মোট শূন্যপদ (Total Vacancy) |
---|---|---|
১ | A N Islands Division | ৪৪ টি |
২ | Asansol Division | ৫৫ টি |
৩ | Bankura Division | ১৯০ টি |
৪ | Barasat Division | ১৬৫ টি |
৫ | BARRACKPORE DIVISION | ২০ টি |
৬ | Baruipur Division | ২২৩ টি |
৭ | Birbhum Division | ১০২ টি |
৮ | Burdwan Division | ১৮৯ টি |
৯ | Contai Division | ৮৭ টি |
১০ | Cooch Behar Division | ৭৭ টি |
১১ | Dakshin Dinajpur Division | ৩৩ টি |
১২ | Darjeeling Division | ২১ টি |
১৩ | Hooghly North Division | ৭২ টি |
১৪ | Hooghly South Division | ৫৫ টি |
১৫ | Howrah Division | ৬০ টি |
১৬ | Jalpaiguri Division | ৫২ টি |
১৭ | Kolkata East Division | ১ টি |
১৮ | Kolkata North Division | ২১ টি |
১৯ | Kolkata RMS Divn | ৬ টি |
২০ | Malda Division | ১২২ টি |
২১ | Midnapore Division | ১৬৮ টি |
২২ | Murshidabad Division | ১৯৮ টি |
২৩ | Nadia North Division | ১০৮ টি |
২৪ | Nadia South Division | ৪৭ টি |
২৫ | Purulia Division | ১৩৮ টি |
২৬ | RMS H Divn | ১ টি |
২৭ | RMS SG Divn | ৩ টি |
২৮ | RMS WB Divn | ১০ টি |
২৯ | Sikkim Division | ৩৫ টি |
৩০ | South Kolkata Division | ৫ টি |
৩১ | Tamluk Division | ১২৯ টি |
৩২ | Uttar Dinajpur Division | ৭৭ টি |
পশ্চিমবঙ্গ সার্কেলে মোট শূন্যপদের সংখ্যা | ২,৫১৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পাস।
- কম্পিউটার চালানোর দক্ষতা।
- সাইকেল চালানোর জ্ঞান।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা: ১৮ বছর
- সর্বোচ্চ বয়সসীমা: ৪০ বছর
- বয়স হিসেব করতে হবে ০৫/০৮/২০২৪ তারিখ অনুযায়ী।
- সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
Branch Postmaster (BPM) পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন সর্বনিম্ন ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০ টাকা দেওয়া হবে। Assistant Branch Postmaster (ABPM) ও Gramin Dak Sevak (GDS) পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০ টাকা দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেই। প্রার্থীদের নির্বাচন করা হবে তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তবে চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
এখানে আবেদন করতে হলে আপনাকে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে SC / ST / PwD / Female / ট্রান্সজেন্ডার প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
BHIM UPI, Net Banking, Debit card, Credit Card এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)

- প্রথমে India Post-এর অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in -এ যান।
- Stage 1. Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন করার পর Steg 2. Apply Online এ ক্লিক করুন।
- এরপর আবেদন ফর্মটি সাবধানে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করুন।
- আবেদন ফি (যদি থাকে) জমা দিন।
- সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
দেরি না করে এখনই আবেদন করুন। মনে রাখবেন, শেষ তারিখের আগেই আবেদন করা ভালো। কারণ শেষ মুহূর্তে সার্ভার স্লো হয়ে যেতে পারে।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:
- মাধ্যমিক পাস মার্কশিট ও সার্টিফিকেট
- পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
- জন্ম তারিখের প্রমাণপত্র
- PWD সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- EWS সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- মেডিকেল সার্টিফিকেট
- ট্রান্সজেন্ডার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১২/০৭/২০২৪ |
আবেদন শুরু | ১৫/০৭/২০২৪ |
আবেদন শেষ | ০৫/০৮/২০২৪ |
Edit/Correction window | ০৬/০৮/২০২৪ থেকে ০৮/০৮/২০২৪ |
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
⚡ সার্কেলে ভিত্তিক নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কোনো প্রশ্ন থাকলে India Post-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাইকে শুভকামনা রইলো!
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।