Indian Railway New Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক দারুণ সুখবর! ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) থেকে বেরিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এবার মোট ৭৯৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। যারা রেলে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সুপারভাইজার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার – নানা ধরনের পদে এই নিয়োগ হতে চলেছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। আর বেতন? শুনলে চোখ কপালে উঠবে! মাসে ৪৪,৯০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। তাই আর দেরি না করে, চলুন জেনে নেই এই চাকরি সম্পর্কে বিস্তারিত।
Indian Railway New Recruitment 2024
Employment No. CEN No. 03/2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে সুপারভাইজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৭৯৫১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে সুপারভাইজার পদে রয়েছে ১৭টি শূন্যপদ, আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রয়েছে ৭৯৩৪টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা
সরকারি স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech. ডিগ্রী অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় সার্টিফিকেটও থাকতে হবে।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
- সর্বোচ্চ বয়সসীমা – ৩৬ বছর
- বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর বয়সের বিশেষ ছাড় পাবেন।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এই চাকরিতে আপনি ভালো বেতন পাবেন। পদ অনুযায়ী বেতন হবে এরকম:
- সুপারভাইজার পদে প্রতি মাসে ৪৪,৯০০ টাকা।
- জুনিয়র ইঞ্জিনিয়ার পদে প্রতি মাসে ৩৫,৪০০ টাকা।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
আপনাকে কয়েকটি ধাপ পার করতে হবে:
- কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT)
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল পরীক্ষা
এই তিনটি ধাপ সফলভাবে পার করতে পারলেই আপনি চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন মূল্য (Application Fees)
আবেদন করতে গেলে কিছু ফি দিতে হবে। এটা আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হবে:
- সাধারণ/OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা
- SC/ST প্রার্থীদের জন্য ২৫০ টাকা
তবে এখানে একটা সুখবর আছে। আপনি যদি প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক টেস্টে (1st stage CBT) অংশগ্রহণ করেন, তাহলে আপনার জমা দেওয়া ফি-এর একটা অংশ ফেরত পাবেন:
- সাধারণ/OBC প্রার্থীদের ক্ষেত্রে: ৪০০ টাকা ফেরত পাবেন (ব্যাংক চার্জ বাদ দিয়ে)
- SC/ST প্রার্থীদের ক্ষেত্রে: ২৫০ টাকা ফেরত পাবেন (ব্যাংক চার্জ বাদ দিয়ে)
এটা একটা ভালো সুযোগ। আপনি পরীক্ষায় অংশ নিলেই আপনার খরচের একটা বড় অংশ ফেরত পেয়ে যাবেন। তাই আবেদন করতে দ্বিধা করবেন না।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
Indian Railway New Recruitment 2024 আবেদন করা খুবই সহজ। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। দেখে নিন কিভাবে আবেদন করতে হবে:
- RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- রেজিস্ট্রেশন করুন।
- আবেদন ফর্মটি ভালো করে পূরণ করুন।
- অনলাইনে আবেদন মূল্য জমা দিন।
- সব ঠিক থাকলে সাবমিট করুন।
- আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
আবেদন শুরু | ৩০/০৭/২০২৪ |
আবেদন শেষ | ২৯/০৮/২০২৪ |
মনে রাখবেন, শেষ তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই সময় থাকতেই আবেদন করে ফেলুন।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
❓ FAQ | View Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
Indian Railway New Recruitment 2024 এর এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনার যদি প্রয়োজনীয় যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই আবেদন করুন। কে জানে, হয়তো এই চাকরিটাই আপনার জীবন বদলে দিতে পারে! আর হ্যাঁ, আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।