Indian Railway Recruitment 2025: কাজের সন্ধান চাই ? আজকের এই প্রতিবেদনে নতুন কাজের খবর নিয়ে হাজির হলাম। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) বিভিন্ন মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি পদে মোট ১০৩৬টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আজ ৭ জানুয়ারি ২০২৫ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিশেষ করে জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র ট্রান্সলেটর, স্টাফ ও ওয়েলফেয়ার ইন্সপেক্টর, কুক, পিজিটি, টিজিটি, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর সহ বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে।
নিয়োগকারী | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) |
বিজ্ঞপ্তি নং | 07/2024 |
পদের নাম | মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরি পদসমূহ |
মোট শূন্যপদ | ১০৩৬টি |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৬ ফেব্রুয়ারি ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
RRB এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, সব মিলিয়ে মোট ১০৩৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে –
- Junior Stenographer
- Junior Translator
- Staff and Welfare Inspector
- Chief Law Assistant
- Cook
- PGT
- TGT
- Physical Training Instructor (Male & Female)
- Assistant Mistress (Junior School)
- Music Mistress
- Dance Mistress
- Laboratory Assistant (School)
- Head Cook
- Fingerprint Examiner
শিক্ষাগত যোগ্যতা
এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন দ্বাদশ শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে। চূড়ান্ত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আরো বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর,
- সর্বোচ্চ বয়সসীমা – ৪৮ বছর,
- বয়স হিসাব করতে হবে তারিখ ০১/০১/২০২৫ অনুযায়ী,
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারী নিয়মানুযায়ী ছাড় রয়েছে,
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে, এবং প্রতিটি পদের জন্য বেতন কাঠামো আলাদা। বেতন সম্পর্কিত বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
নির্বাচন পদ্ধতি
- কম্পিউটার বেসড টেস্ট (CBT)
- পারফরম্যান্স টেস্ট/টিচিং স্কিল টেস্ট (পদ অনুযায়ী)
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল পরীক্ষা
আবেদন মূল্য
- সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা (পরীক্ষায় উপস্থিত হলে ৪০০ টাকা ফেরতযোগ্য)।
- SC/ST/PwBD/মহিলা/ট্রান্সজেন্ডার/প্রাক্তন সেনা/সংখ্যালঘু/EBC প্রার্থীদের জন্য ২৫০ টাকা (পরীক্ষায় উপস্থিত হলে ফেরতযোগ্য)।
- আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
নতুন চাকরির খবর – রাজ্যে ভূমি দপ্তরে DEO পদে নিয়োগ, মাসিক বেতন ১৩,০০০ টাকা, আবেদন করুন এখনই
আবেদন প্রক্রিয়া
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in-এ যান।
- এরপর মেনু বার থেকে Apply টে ক্লিক করে Create an account এ ক্লিক করুন। এরপর ওয়ান-টাইম রেজিস্ট্রেশন করে ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করুন। (যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই ধাপটি এড়িয়ে যান)।
- লগইন করে “Apply for RRB Ministerial and Isolated Category Teachers Vacancy 2025” লিংকে ক্লিক করুন।
- এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ।
- এরপর আবেদন ফি জমা করে সাবমিট করুন।
- আবেদনপত্রের প্রিন্টআউট নিয়ে সেভ করে সঙ্গে রাখুন।
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রদান করা হয়েছে, যা আপনি এখানে দেখতে পারেন 👇
দরকারি নথিপত্র
- আধার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট
- জাতিগত সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- PwBD সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর
- স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি
- স্ক্যান করা স্বাক্ষর
গুরুত্বপূর্ণ তারিখসমুহ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৬ জানুয়ারি ২০২৫ |
আবেদন শুরু | ৭ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ৬ ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদনপত্র সংশোধনের সময় | ৯ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ |
Indian Railway Recruitment 2025 আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
আবেদন লিংক (Direct Link) | Apply Here |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
অন্যান্য চাকরির আপডেট | Click Here |
ভারতীয় রেলওয়ের এই বড় নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের যথাসময়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়মত আবেদন করে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন।
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।
Comments are closed.