ITBP Constable Recruitment 2024: ৮১৯টি পদে নিয়োগ, বিস্তারিত জানুন

ITBP Constable Recruitment 2024: Indo-Tibetan Border Police Force (ITBP) -এর কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি বড় সুযোগ এসেছে। এবার রান্নাঘরের সেবা বিভাগে মোট ৮১৯ টি শূন্যপদ পূরণ করা হবে। যারা রান্নার কাজে দক্ষ এবং দেশের সেবা করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আসুন জেনে নেই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

ITBP Constable Recruitment 2024

নিয়োগকারী সংস্থাIndo-Tibetan Border Police (ITBP)
আবেদন মাধ্যমOnline
আবেদন শেষ১ সেপ্টেম্বর ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটrecruitment.itbpolice.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Constable (Kitchen Services) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৮১৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ হতে হবে। খাদ্য উৎপাদন বা রান্নাঘর পরিষেবায় NSQF লেভেল-১ কোর্স সম্পন্ন করতে হবে প্রার্থীদের।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৫ বছর
  • বয়স হিসেব করতে হবে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

নির্বাচিত প্রার্থীরা ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • শারীরিক মানদণ্ড পরীক্ষা (PST)
  • লিখিত পরীক্ষা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

আবেদন মূল্য (Application Fees)

প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে তফসিলি জাতি/উপজাতি, প্রাক্তন সৈনিক এবং মহিলা প্রার্থীদের ফি থেকে ছাড় দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিচে দেওয়া হল –

  1. অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ যান।
  2. মৌলিক তথ্য দিয়ে নিবন্ধন করুন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  3. লগ ইন করে আবেদনপত্র পূরণ করুন।
  4. প্রয়োজনীয় নথিপত্র, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  5. অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
  6. ফর্মটি সাবমিট নিন।
  7. ভবিষ্যতে প্রয়োজনের জন্য জমা দেওয়া ফর্মের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট
  • পরিচয়পত্র
  • NSQF লেভেল-১ কোর্সের সার্টিফিকেট
  • জাতি/বর্গ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু২ আগস্ট ২০২৪
আবেদন শেষ১ সেপ্টেম্বর ২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন Download PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটrecruitment.itbpolice.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই সুযোগটি যারা নিতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। তবে মনে রাখবেন, আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে পড়ে নিন এবং নিজের যোগ্যতা যাচাই করে নিন। সময়মত আবেদন করতে ভুলবেন না।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।