Skip to content
INB GURU
  • Home
  • চাকরির খবর
  • সরকারি সুবিধা
  • ব্যাঙ্কিং সুবিধা
  • স্কলারশিপ
  • টেক নিউজ
  • অন্যান্য খবর
  • Live Jobs

KMC Recruitment 2024 – মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, কলকাতা পৌরসভাতে ১১৮ টি শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

Feb 19, 2024 by Akash Kumar
KMC Recruitment 2024 (মাধ্যমিক পাশে চাকরির সুযোগ কলকাতা পৌরসভাতে ১১৮ টি শূন্যপদে নিয়োগ)

KMC Recruitment 2024: আপনার যোগ্যতা কি মাধ্যমিক পাশ? যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি কলকাতা পৌরসভায় ১১৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে হবে। এখানে এক বছরের সম্পূর্ন চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন হলে আরো বাড়ানো হতে পারে। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। 

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Live Jobs: 0
Advertisement No.H/07/KMC/2023-24
নিয়োগকারী সংস্থাThe Kolkata Municipal Corporation (KMC)
আবেদন মাধ্যমOnline
আবেদন শেষ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.kmcgov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

KMC Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

KMC Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Honorary Health Workers (HHW) পদে নিয়োগ করা হবে। এই পদে মোট ১১৮ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কলকাতা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ৩০ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
  • তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৪৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে www.kmcgov.in -এ গিয়ে External User Login এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ পাশ সার্টিফিকেট)
  • আবাসিক ঠিকানা প্রমাণ (আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

নতুন চাকরির খবর » কলকাতায় জাহাজ নির্মাণ কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

KMC Recruitment 2024 এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ০৯-০২-২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯-০২-২০২৪ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.kmcgov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ, সরাসরি অনলাইনে আবেদন করুন | DHFWS Recruitment 2024
সেন্ট্রাল রেলওয়েতে ৬২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ | Central Railway Recruitment 2024
inb guru google news

Follow Us

  • YouTube
  • WhatsApp
  • Facebook
  • Telegram

Recent Posts

AADHAAR Supervisor Vacancy 2025
আধার অফিসে চাকরি, ২০৩ টি শূন্যপদ, বেতন, যোগ্যতা ও আবেদন লিঙ্ক
HPCL Recruitment 2025: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ৩৭২ জন কর্মী নিয়োগ, ফ্রেশার ও অভিজ্ঞ উভয়ের জন্য সুযোগ
HPCL Recruitment 2025: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ৩৭২ জন কর্মী নিয়োগ, ফ্রেশার ও অভিজ্ঞ উভয়ের জন্য দারুন সুযোগ
DLSA Paschim Bardhaman Recruitment 2025
পশ্চিম বর্ধমানে উচ্চমাধ্যমিক পাশে সরকারি চাকরি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
Kolkata New Recruitment 2025
Kolkata New Recruitment 2025: কলকাতা কাস্টম অফিসে ২৬টি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদন করুন
SSC Recruitment 2025
SSC Recruitment 2025: ২৪২৩টি শূন্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদনের সুযোগ
Purba Medinipur Job Recruitment 2025
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ৫৯টি শূন্যপদে নিয়োগ, আবেদন করুন এখনই
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms
© 2022-2025 • All Rights Reserved • INB GURU
  • Home
  • চাকরির খবর
  • সরকারি সুবিধা
  • ব্যাঙ্কিং সুবিধা
  • স্কলারশিপ
  • টেক নিউজ
  • অন্যান্য খবর
  • Live Jobs