KP Admit Card Download 2023 – কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড প্রকাশ, এইভাবে ডাউনলোড করুন।

KP Admit Card Download 2023 – সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। প্রার্থীদের PMT এবং PET এর জন্য এই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

যেসকল প্রার্থীরা এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) -এর জন্য অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আপনাদের WBPRB -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৮ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে।

পরীক্ষার্থীরা দ্রুত নিচের কয়েকটি স্টেপ ফলো করে Kolkata Police Constable PMT/PET Admit Card 2023 ডাউনলোড করে নিন।

কিভাবে PMT এবং PET এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

  1. প্রথমে WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট prb.wp.gov.in -এ যেতে হবে।
  2. তারপর ‘Admit Card’ অপশনে ক্লিক করতে হবে।
  3. তারপর পরীক্ষাটি সিলেক্ট করতে হবে।
  4. সিলেক্ট করার পর Get Details এ ক্লিক করে Click Here To Download Admit Card -এ ক্লিক করতে হবে।
KP Admit Card Download 2023
  1. তারপর আট অংকের Application Number এবং জন্ম তারিখ লিখতে হবে।
  2. তারপর সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাডমিট কার্ড খুলে যাবে। সেটিকে প্রিন্ট আউট বের করে নিন।

গুরুত্বপূর্ন তারিখ – বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, PMT এবং PET পরীক্ষা নেওয়া হবে আগামী ২রা নভেম্বর ২০২৩ তারিখে। যেসকল প্রার্থীরা Kolkata Police Constable নিয়োগে অংশগ্রহণ করেছেন, তারা WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।

Admit Card Download : Click Here

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।