NTPC Recruitment 2024: কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

NTPC Recruitment 2024: কাজের সন্ধান চাই বা যেকোনো কাজের খবর 2024-এর জন্য উৎসুক প্রার্থীদের জন্য এক দারুণ সুযোগ এসেছে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর হল, আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত রয়েছে। তাই এখনও প্রচুর সময় রয়েছে আবেদন করার জন্য প্রস্তুতি নেওয়ার। এই প্রতিবেদনে আমরা NTPC Recruitment 2024 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব।

NTPC Recruitment 2024

নিয়োগকারীNational Thermal Power Corporation (NTPC)
বিজ্ঞপ্তি নং12/2024
পদের নামডেপুটি ম্যানেজার
মোট শূন্যপদ২৫০ টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.ntpc.co.in
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Deputy Manager পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২৫০টি শূন্যপদ রয়েছে।

NTPC Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% নম্বরসহ B.E/B. Tech ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া উচিত। প্রার্থীদের নিজ দায়িত্বে সব তথ্য যাচাই করে আবেদন করতে হবে।

বয়সসীমা

  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

এই পদে নিযুক্ত হলে প্রার্থীরা প্রতি মাসে ৭০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২,০০,০০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া অন্যান্য ভাতাও প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

NTPC-তে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হবে-

  1. লিখিত পরীক্ষা
  2. কম্পিউটার বেসড টেস্ট
  3. ইন্টারভিউ

আবেদন মূল্য

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত হারে আবেদন ফি জমা দিতে হবে-

General / EWS / OBC৩০০/- টাকা
SC / ST/ PwBD /Xsm / Femaleকোনো ফি লাগবে না

আবেদন প্রক্রিয়া

NTPC Recruitment 2024-এ আবেদন করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  1. NTPC-এর অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in -এ যান,
  2. হোমপেজে Register অপশনে ক্লিক করুন,
NTPC Recruitment 2024
  1. এরপর রেজিস্ট্রেশন করুন,
  2. এরপর লগইন করুন,
  3. আবেদন ফর্মটি পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন,
  4. আবেদন ফি (যদি প্রযোজ্য হয়) অনলাইনে জমা দিন,
  5. সাবমিট করার আগে সব তথ্য ভালভাবে চেক করে নিন,
  6. ফর্ম জমা দিয়ে আবেদন নম্বর save করে রাখুন।

দরকারি নথিপত্র

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো-

  • জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • স্বাক্ষর
  • অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও পড়ুন – ভারতীয় রেলে টিকিট ক্লার্ক সহ বিভিন্ন পদে ৩,৪৪৫টি শূন্যপদে নতুন নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪ সেপ্টেম্বর, ২০২৪
আবেদন শুরু১৪ সেপ্টেম্বর, ২০২৪
আবেদন শেষ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিংকApply Here
অফিসিয়াল ওয়েবসাইটwww.ntpc.co.in
অন্যান্য চাকরির আপডেটClick Here

NTPC Recruitment 2024 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।