রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারো এক দারুণ খুশির খবর। রূপশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | 41/RUP/SW |
নিয়োগকারী সংস্থা | Office of the district magistrate & Collector, Paschim Medinipur |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ০৮ জুলাই, ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | paschimmedinipur.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Paschim Medinipur DM Office Recruitment 2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে Accountant এবং Data Entry Operator (DEO) পদে নিয়োগ করা হবে।
Accountant পদে ১ টি (SC) শূন্যপদ এবং Data Entry Operator (DEO) পদে ১ টি (UR) শূন্যপদ রয়েছে। এই দুটি পদ মিলিয়ে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Accountant পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনার্স নিয়ে কমার্স গ্রাজুয়েট করে থাকতে হবে। পাশাপাশি কমিউটারে MS Office, Spreadsheet, Tally এর কাজের জ্ঞান থাকতে হবে। কমপক্ষে সরকারি বা বেসরকারি সংস্থায় ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Data Entry Operator (DEO) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো শাখায় গ্রাজুয়েট করে থাকতে হবে। পাশাপাশি কমিউটারে MS Office, Spreadsheet, Tally এর কাজের জ্ঞান থাকতে হবে এবং 30 wpm স্পিডে টাইপিং জানতে হবে। কমপক্ষে সরকারি বা বেসরকারি সংস্থায় ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ুন।
বয়সসীমা –
- দুটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন –
Accountant: এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
Data Entry Operator (DEO): এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- লিখিত পরীক্ষা : ৫০ নম্বর।
- কম্পিউটার টেস্ট : ৪০ নম্বর।
- ইন্টারভিউ : ১০ নম্বর।
আবেদন মূল্য (Application Fees)
কোনো আবেদন ফি নেই।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
- আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
- আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
- এরপর বিজ্ঞপ্তি নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিট করে ভালোভালে পূরণ করতে হবে।
- পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে।
- এরপর দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- আধার কার্ড/ ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- কাস্ট সার্টিফিকেট
- নিজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
নতুন চাকরির খবর » ইন্ডিয়ান কোস্ট গার্ডে 260 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১/০৬/২০২৪ |
আবেদন শুরু | ২৪/০৬/২০২৪ |
আবেদন শেষ | ০৮/০৭/২০২৪ |
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | paschimmedinipur.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।
Comments are closed.