PNB Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এর ওয়েবসাইটে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য। আসুন জেনে নেই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
নিয়োগকারী সংস্থা | Punjab National Bank (PNB) |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৯ অগাষ্ট, ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.pnbindia.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
PNB Recruitment 2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
PNB Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে পাঁচটি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১৮টি শূন্যপদ রয়েছে। নিয়োগ হবে নিম্নলিখিত পদগুলিতে –
- SOC Manager
- SOC Analyst and Incident Response Analyst
- Firewall Security Specialist
- Network Security Specialist
- Endpoint Security Engineer
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেগুলি জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
বয়সসীমা
- নূন্যতম বয়সসীমা – ২৫ বছর
- সর্বোচ্চ বয়সসীমা – ৩৫ বছর
- বয়স হিসেব করতে হবে ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন
এই চাকরিতে বেতন বেশ আকর্ষণীয়। পদ অনুযায়ী বার্ষিক বেতন এরকম –
- Endpoint Security Engineer: ১৫ থেকে ২০ লক্ষ টাকা
- অন্যান্য পদ: ২০ থেকে ২৫ লক্ষ টাকা
নির্বাচন পদ্ধতি (Selection Process)
এখানে ইন্টারভিউ এর প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন মূল্য (Application Fees)
PNB Recruitment 2024: এই নিয়োগে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না অর্থাৎ বিনামূল্যে আবেদনের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
আবেদন করতে হবে অনলাইনে। এজন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট www.pnbindia.in এ যান,
- হোমপেজ থেকে Recruitments অপশনে ক্লিক করুন,
- সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন,
- এরপর সেখানে CLICK HERE TO APPLY ONLINE এ ক্লিক করুন,
- এরপর নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন,
- এরপর সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করুন,
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো:
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জন্ম তারিখের প্রমাণপত্র
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- ফটো আইডি প্রুফ
- ঠিকানার প্রমাণপত্র
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩/০৭/২০২৪ |
আবেদন শেষ | ১৯/০৮/২০২৪ |
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া যাবে। আথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন।
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.pnbindia.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এটি একটি দারুণ সুযোগ যারা ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য। তাই দেরি না করে আজই আবেদন করুন। মনে রাখবেন, শুধুমাত্র ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরাই আবেদন করতে পারবেন। আপনার বন্ধু-বান্ধব যারা এই চাকরির জন্য যোগ্য, তাদেরকেও এই সম্পর্কে জানিয়ে দিন। শুভকামনা রইল সবার জন্য!
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।