RRB NTPC Recruitment 2024: ভারতীয় রেলে ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন

RRB NTPC Recruitment 2024: কাজের সন্ধান চাই? তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। রেলওয়েতে বিভিন্ন পদে মোট ৮ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

আগ্রহী প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর, ২০২৪। তাই যারা এই সুযোগটি নিতে চান, তাদের দ্রুত প্রস্তুতি নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রতিবেদনে আমরা আপনাদের জন্য বিস্তারিত তথ্য তুলে ধরব, যাতে আপনারা সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

RRB NTPC Recruitment 2024

নিয়োগকারীRailway Recruitment Boards (RRB)
বিজ্ঞপ্তি নং05/2024
পদের নামবিভিন্ন (নিচে বিস্তারিত দেওয়া আছে)
মোট শূন্যপদ৮,১১৩ টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৩/১০/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrbbbs.gov.in
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে ৫টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৮,১১৩ টি শূন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Chief Commercial cum Ticket Supervisor১,৭৩৬ টি
Station Master৯৯৪ টি
Goods Train Manager৩,১৪৪ টি
Junior Account Assistant cum Typist১,৫০৭ টি
Senior Clerk cum Typist৭৩২ টি

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩৬ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১/০৭/২০২৫ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের বিশেষ ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

Chief Commercial Cum Ticket Supervisor, Station Master পদের জন্য বেতন প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা এবং Goods Train Manager, Junior Account Assistant Cum Typist, Senior Clerk Cum Typist পদের জন্য বেতন প্রতিমাসে ২৯,২০০/- টাকা। এই বেতনের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

  • প্রথম ধাপ: কম্পিউটার বেসড টেস্ট (CBT-1)
  • দ্বিতীয় ধাপ: কম্পিউটার বেসড টেস্ট (CBT-2)
  • তৃতীয় ধাপ: স্কিল টেস্ট
  • চতুর্থ ধাপ: ডকুমেন্ট ভেরিফিকেশন

আরও পড়ুন – Karmabandhu Recruitment 2024: পশ্চিমবঙ্গে কর্মবন্ধু নিয়োগ, শুধু লিখতে-পড়তে জানলেই চাকরি

আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে এর মধ্যে ৪০০ টাকা প্রথম স্তরের CBT পরীক্ষায় উপস্থিত হওয়ার পর ফেরত দেওয়া হবে। অন্যদিকে, PwBD / Female /Transgender/ Ex-Servicemen / SC/ ST/সংখ্যালঘু সম্প্রদায়/ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। এই ২৫০ টাকাও প্রথম স্তরের CBT পরীক্ষায় উপস্থিত হওয়ার পর ফেরত দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

RRB NTPC Recruitment 2024
  1. প্রথমে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in/-এ যান।
  2. হোমপেজে Apply লিংকে ক্লিক করুন।
  3. নতুন ব্যবহারকারীদের জন্য Create An Account এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, যদি আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তাহলে Already Have An Account এ ক্লিক করুন।
  4. এরপর লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন।
  5. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  6. আবেদন ফি জমা দিন।
  7. সাবমিট বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।
  8. আবেদনের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

দরকারি নথিপত্র

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড
  • জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মার্কশীট ও সার্টিফিকেট)
  • জাতিগত সার্টিফিকেট
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • স্বাক্ষর

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩/০৯/২০২৪
আবেদন শুরু১৪/০৯/২০২৪
আবেদন শেষ১৩/১০/২০২৪
আবেদনপত্র সংশোধন১৬/১০/২০২৪ থেকে ২৫/১০/২০২৪ মধ্যে

আরও পড়ুন – SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে ১৪৯৭টি শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিংকApply Here
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrbbbs.gov.in
অন্যান্য চাকরির আপডেটClick Here

এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। মনে রাখবেন, এই ধরনের বড় নিয়োগে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন হয়। তাই যথাসময়ে আবেদন করে ভালোভাবে প্রস্তুতি নিন। সকলের জন্য শুভকামনা রইল।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।