WB DEO Recruitment 2025: রাজ্যে ভূমি দপ্তরে DEO পদে নিয়োগ, মাসিক বেতন ১৩,০০০ টাকা, আবেদন করুন এখনই

WB DEO Recruitment 2025 : কাজের সন্ধান চাই? চাকরি প্রার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে। District Magistrate & District Land & Land Reforms Officer-এর তরফ থেকে Data Entry Operator (DEO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
নিয়োগকারীDistrict Magistrate & District Land & Land Reforms Officer, Purba Medinipur
বিজ্ঞপ্তি নং9421/Estt/DL&LRO/2024
পদের নামData Entry Operator (DEO)
মোট শূন্যপদ১৯টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৫/০১/২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটpurbamedinipur.gov.in

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Data Entry Operator (DEO) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেখানে ন্যূনতম ৬০% নম্বর অর্জন করতে হবে। এছাড়াও একটি স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকা আবশ্যক।

বয়সসীমা

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০ টাকা বেতন প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা (৫০ মার্কস)
  2. কম্পিউটার দক্ষতা পরীক্ষা (৪০ মার্কস)
  3. মৌখিক পরীক্ষা (ইন্টারভিউ) (১০ মার্কস)

আবেদন প্রক্রিয়া

  1. প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট purbamedinipur.gov.in এ প্রবেশ করুন,
  2. এরপর NOTICES → RECRUITMENT এ যেতে হবে,
  3. এরপর এই নিয়োগের Apply online লিংকে ক্লিক করতে হবে,
  4. এরপর Online Application form অপশনে ক্লিক করতে হবে,
  5. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন,
  6. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন,
  7. সবশেষে Submit করুন।

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রদান করা হয়েছে, যা আপনি এখানে দেখতে পারেন 👇

নতুন চাকরির খবর – HDFC ব্যাংকে PO পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন

দরকারি নথিপত্র

  1. জন্ম তারিখের প্রমাণপত্র
  2. বাসস্থানের প্রমাণপত্র
  3. স্নাতক ডিগ্রির মার্কশিট
  4. কম্পিউটার সার্টিফিকেট
  5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১/০১/২০২৫
আবেদন শুরু০১/০১/২০২৫
আবেদন শেষ১৫/০১/২০২৫
লিখিত পরীক্ষা০৯/০২/২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিংক (Direct Link)Apply Here
অফিসিয়াল ওয়েবসাইটpurbamedinipur.gov.in
অন্যান্য চাকরির আপডেটClick Here

আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন এবং নিজের যোগ্যতা যাচাই করে নিন। সময়মত আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?1
Happy 100%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।