সরকারি স্কুলে অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ!

WB School Group C Vacancy 2024: চাকরি খোঁজার ধকলে হাঁসফাঁস করছেন? তবে এবার একটু স্বস্তি পেতে পারেন। কারণ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। গ্রুপ C ও D পদে এই নিয়োগ হতে চলেছে। আর সবচেয়ে ভালো খবর হল, এই নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই যদি আপনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন এবং আবার কাজ করতে চান, তাহলে এই সুযোগটা হাতছাড়া করবেন না।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

WB School Group C Vacancy 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

WB School Group C Vacancy 2024 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Non Teaching Staff (Group – C, D) এবং Teaching Staff পদে নিয়োগ করা হবে। মোট ৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। তবে কোন পদে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, তা জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়তে হবে। কারণ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬২ বছর
  • বয়স হিসেব করতে হবে ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন

বেতন সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। কারণ বিভিন্ন পদের জন্য বেতন আলাদা হতে পারে। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন নির্ধারণের নিয়ম আলাদা হতে পারে।

আরো পড়ুন : কলকাতা হাইকোর্টে উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ, মাসে ২৪,১০০ টাকা বেতন

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এই নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা নেই। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। তবে এসব বিষয়ে আরো জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তিতে ইন্টারভিউয়ের ঠিকানা উল্লেখ করা আছে। নির্দিষ্ট সময়ে ও ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। সেখানে গিয়েই ইন্টারভিউ দিতে হবে। তবে কোন কোন কাগজপত্র লাগবে, কী কী তথ্য জানাতে হবে, সেসব বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

ইন্টারভিউ তারিখ১২/০৮/২০২৪

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক darjeeling.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন Download PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটdarjeeling.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।