WBMSC Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য ফের সুবর্ণ সুযোগ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) -এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।
Advertisement No. | 03/2024 |
নিয়োগকারী সংস্থা | West Bengal Municipal Service Commission (WBMSC) |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১৯ এপ্রিল, ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.mscwb.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WBMSC Recruitment 2024
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
WBMSC -এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে স্যানিটারি ইন্সপেক্টর (Sanitary Inspector) পদে নিয়োগ করা হবে। এই পদে মোট ১৯ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের। সেইসঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা Sanitary Inspectorship এ সার্টিফিকেট।
বয়সসীমা –
- নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
- সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
- নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে লেভেল-৯ অনুযায়ী প্রতিমাসে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে উক্ত পদে।
আবেদন মূল্য (Application Fees)
- UR, OBC – ২০০/- টাকা।
- SC, ST, PWD – ৫০/- টাকা।
- আবেদন ফি জমা করতে হবে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –
- প্রথমে নীচে দেওয়া Apply লিংকে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে Submit করতে হবে।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- পরিচয়পত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
আরও পড়ুন » PAN Aadhaar Link – প্যান আধার লিংক করানো নেই? কি হতে পারে জানেন
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
আবেদন শেষ | ১৯-০৪-২০২৪ |
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.mscwb.org |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।