PAN Aadhaar Link new update

Akash Kumar

PAN Aadhaar Link – প্যান আধার লিংক করানো নেই? কি হতে পারে জানেন

PAN Aadhaar Link: বারবার ভারত সরকার দেশবাসীকে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক (PAN Aadhaar Link) করার বিষয়টি নিয়ে সচেতন করার চেষ্টা করছেন। আধার এবং প্যান কার্ড লিঙ্কের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল গত বছরের ৩০ জুন। গত মাসের শুরুর দিকে সরকার জানিয়েছিল, আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করা ব্যক্তিদের থেকে জরিমানা বাবদ মোট ৬০০ কোটি টাকার বেশি আয় করেছে সরকার।

- Advertisement -

আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করা হলে সব থেকে বেশি প্রভাব পড়বে TDS -এর উপর। টিএস হলো প্রাপকদের অ্যাকাউন্টে আয় যোগ করার আগে নিয়োগ কর্তা দ্বারা কাটা অর্থ। এই অর্থ সেই ব্যক্তির পক্ষে সরকারকে প্রদান করা একটি মূল্য।

এছাড়াও যদি আপনার প্যান কার্ড আধারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে এটি প্যানকে নিষ্ক্রিয় করে দেয়। উভয় নথি লিংক করার জন্য সরকার শেষ সময় দিয়েছিল ৩০ জুন ২০২৩। নিষ্ক্রিয় প্যান স্ট্যাটাসের অর্থ ব্যক্তিদের জন্য ২০ শতাংশের উচ্চ TDS হারে দিতে হয়। এটি আপনার সঞ্চয় এবং আয়ের উপর একটি বড় প্রভাব ফেলতে পারে।

- Advertisement -
❖  Related Articles

সাধারণত একটি সম্পত্তি কেনার সময় ক্রেতাকে ৫০ লক্ষ বা তার বেশি মূল্যের সম্পত্তির জন্য বিক্রেতাকে অর্থ প্রদান করার সময় এক শতাংশ টিডিএস দিতে হয়। কিন্তু আপনার আধার এবং প্যান কার্ড যদি লিংক না করা থাকে তাহলে এক শতাংশের জায়গায় ২০ শতাংশ পর্যন্ত আপনাকে টিডিএস দিতে হতে পারে। স্বাভাবিক ভাবেই আপনার পকেটে যে টান পড়বে তা বলাই বাহুল্য। তাই নিজের সঞ্চিত অর্থ নষ্ট যদি না করতে চান তাহলে আজই আধার কার্ড এবং প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক (PAN Aadhaar Link) করিয়ে নিন।

প্যান আধার লিংক করার আগে দেখে নিন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন 

কীভাবে চেক করবেন প্যান আধার লিংক আছে কি না?

  • প্রথমে www.incometax.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Quick Links এর অধীনে থাকা Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার প্যান কার্ডের নম্বর এবং আধার নম্বর লিখে Validate এ ক্লিক করতে হবে।
  • এরপর দেখতে পাবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করে লিঙ্ক করে নিন।

আরও পড়ুন » বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। রইলো বিস্তারিত পদ্ধতি

কীভাবে PAN Aadhaar Link করবেন?

  • প্রথমে www.incometax.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Quick Links এর অধীনে থাকা Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার প্যান কার্ডের নম্বর এবং আধার নম্বর লিখে Validate এ ক্লিক করতে হবে।
  • তারপর Continue To Pay Through E-Pay Tax অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর ফের প্যান কার্ডের নম্বর দুইবার বসাতে হবে, সঙ্গে মোবাইল নম্বর বসিয়ে Continue এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনার মোবাইলে OTP আসবে, সেটি সঠিক জায়গায় বসিয়ে Verify করে Continue এ ক্লিক করতে হবে।
  • তারপর Income Tax এ থাকা Proceed অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর Assessment Year ও Type of Payment সিলেক্ট করতে হবে।
  • তারপর Continue এ ক্লিক করতে হবে।
  • তারপর পেমেন্ট করলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের আবেদন সম্পন্ন হবে।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের আবেদন করার পর কিছুদিন অপেক্ষা করুন। আবেদন স্ট্যাটাস চেক করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

প্যান আধার লিংক স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

  • প্রথমে www.incometax.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Quick Links এ থাকা Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্যান নম্বর এবং আধার নম্বর লিখে Validate Link Aadhaar Status অপশনে ক্লিক করলে দেখতে পাবেন লিঙ্ক হয়েছে কিনা।

আরও পড়ুন » স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন? নাম গৃহীত হয়েছে কিনা চেক করুন।

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment