AIIMS Kalyani Recruitment 2023 New Notification

INB GURU

AIIMS Kalyani Recruitment – কল্যাণী AIIMS-এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

AIIMS Kalyani Recruitment 2023 New Notification : রাজ্যের এইমস কল্যাণীতে (AIIMS, Kalyani) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে একাধিক বিভাগে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

- Advertisement -
Advertisement No.3090/E-12015/11/23-(SR/T/JR)
নিয়োগকারী সংস্থাAll India Institute of Medical Sciences (AIMS) Kalyani
পদের নামSenior Resident(Non-Academic)
মোট শূন্যপদনিচে উল্লেখ করা হয়েছে
আবেদন মাধ্যমইন্টারভিউ (Offline)
ইন্টারভিউয়ের তারিখ২৬ ডিসেম্বর, ২০২৩
স্থানকল্যাণী, পশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটwww.aiimskalyani.edu.in

AIIMS Kalyani Recruitment 2023 New Notification

পদের নাম– Senior Resident (Non-Academic)

এখানে কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, তা জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

- Advertisement -

মোট শূন্যপদ– এখানে মোট ৭৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা– সরকার স্বীকৃত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation Medical Degree (MD/MS/DNB) করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের, তবেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা– এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বয়স হিসাব করা হবে ১৬-১২-২০২৩ তারিখ অনুযায়ী।

মাসিক বেতন– পে স্কেল অনুযায়ী ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা এবং ‘গ্রস পে’ বাবদ ৬,৬০০/- টাকা।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই চাকরির জন্য আলাদা হবে আবেদন করতে হবে না। প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এরপর বিজ্ঞপ্তি নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

- Advertisement -

ইন্টারভিউর স্থান, তারিখ ও সময়

AIIMS Kalyani Recruitment 2023 New Notification
AIIMS Kalyani Recruitment 2023

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন ফি

General এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১০০০/- টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করতে হবে প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাবেন।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiimskalyani.edu.in
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATERead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment