BSF-এ প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

BSF Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। BSF এর পক্ষ থেকে ৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য বয়সসীমা কি চাওয়া হয়েছে? বেতন কত রয়েছে? নির্বাচন পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে পড়ুন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

এখানে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার পূর্বে এই প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন। যাতে, সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.combatised_c/2024
নিয়োগকারী সংস্থাBorder Security Force (BSF)
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৫ এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.bsf.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

BSF Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

BSF এর পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেসমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নীচে দেওয়া হলো। সব মিলিয়ে মোট ৩৮ টি শূন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদ
HC (Plumber)১ টি
HC (Carpenter)১ টি
Constable (Generator Operator)১৩ টি
Constable (Generator Mechanic)১৪ টি
Constable (Lineman)৯ টি

শিক্ষাগত যোগ্যতা –

  • প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৫ বছর।
  • ১৫-০৪-২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসেব করতে হবে।
  • সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

HC (Plumber, Carpenter) এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Constable (Generator Operator, Generator Mechanic, Lineman) এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Written Exam
  • Document Verification
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Practical/ Trade Test
  • Medical Examination

Examination Centre:-

এখানে মোট দশটি পরীক্ষার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে পরীক্ষার সেন্টার রয়েছে –

BSF Recruitment 2024

আবেদন মূল্য (Application Fees)

  • SC, ST, BSF serving personnel, Ex-Servicemen ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
  • বাকি সমস্ত প্রার্থীদের ১০০/- টাকা সহ সার্ভিস চার্জ ৪৭.২০/- টাকা জমা করতে হবে।
  • অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে –

  • প্রথমে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in এর হোমপেজে যেতে হবে।
  • এরপর Advertisement Number combatised_c/2024 এর পাশে থাকা Apply Here -এ ক্লিক করতে হবে।
BSF Recruitment 2024
  • এরপর আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি লিখে Generate OTP তে ক্লিক করে OTP দিয়ে ভেরিফাই করতে হবে।
  • এরপর সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
BSF Recruitment 2024
  • এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন » দোলের দিন নোটে রং লেগে গিয়েছে? রং লাগা নোট আদৌ চলবে? জেনে নিন RBI-এর নিয়ম

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু১৭-০৩-২০২৪
আবেদন শেষ১৫-০৪-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.bsf.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।