School Education Syllabus of all subjects for CBSE Class 9 to 12 students

Akash Kumar

School Education: নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে উঠল নতুন বই! নতুন পাঠ্যক্রম প্রকাশ করল বোর্ড

স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আধুনিকীকরণ চলছে। ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় সর্বত সুবিধা পেতে পারে, তার জন্য উদ্যোগী হয়েছে বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাশাপাশি দেশে CBSE ও ICSE এর তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই সে তৎপরতা দেখা গিয়েছিল। ছাত্র‌-ছাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। তারই একটি অঙ্গ রূপে নতুন পাঠ্যক্রম আনার ভাবনা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রক্রিয়া চালু হল। চলতি বছর থেকে নতুন পাঠ্যক্রম চালু হলো স্কুলে স্কুলে।

- Advertisement -

বোর্ডের সিদ্ধান্তে বাড়তি উপকৃত হবেন পড়ুয়ারা। অন্তত তেমনটাই ধারণা করা হচ্ছে। অতি সম্প্রতি সিবিএসই বোর্ডের তরফে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্ত থেকে জানা যাচ্ছে, এবার থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা (ল্যাঙ্গুয়েজ ওয়ান ও ল্যাঙ্গুয়েজ টু)-র পাশাপাশি সমাজ বিজ্ঞান, গণিত এবং বিজ্ঞান এই বিষয় তিনটি এবার থেকে বাধ্যতামূলক বা কম্পালসারি বিষয় হিসেবে বিবেচিত হবে। এছাড়া পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে আরো অতিরিক্ত কিছু বিষয়।

❖  Related Articles

সিবিএসইর নতুন পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে ভিস্যুয়াল, পারফর্মিং অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস এবং জেনারেল স্টাডিজ়-এর মতো বিষয়গুলিও। এর পাশাপাশি পড়ুয়াদের সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার জন্য এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার জন্য পাঠক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েট, ইলেক্ট্রনিক্স অ্যান্ড হার্ডঅয়্যার, ডিজ়াইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন এই বিষয়গুলি নতুন শিক্ষাবর্ষ থেকে পড়ানো হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

- Advertisement -

পাঠক্রমে যেহেতু কৃত্রিম মেধার মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষিত করে তোলার প্রক্রিয়াও চলছে। দফায় দফায় শিক্ষক -শিক্ষিকাদের অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা কোন সমস্যার সম্মুখীন না হন।

আরও পড়ুন » BSF-এ প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

সিবিএসই বোর্ডের পড়ুয়ারা এবার থেকে একটি করে স্কিল বেসড সাবজেক্ট এবং একটি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে যে কোনো দুটি বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন। একাদশ দ্বাদশ শ্রেণীতে কোনো পড়ুয়া যদি হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন ও আর্ট এডুকেশন এর মধ্যে কোন একটি সাবজেক্ট বেছে নেন, তাহলে ওই বিষয়ের ক্ষেত্রে স্কুলগুলির তরফে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হবে। পড়ুয়াদের পাঠ্যক্রম এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে গিয়ে তারা কোন সমস্যার সম্মুখীন না হন। পাশাপাশি, সর্বভারতীয় স্তরে সমস্যা এরকম প্রতিযোগিতার ক্ষেত্রে তারা যাতে তৈরি থাকেন, ভবিষ্যৎ সুগঠিত হয় সেই উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে সিবিএসইর নতুন পাঠ্যক্রম।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment