কলকাতা ESIC তে কাজের সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

ESIC Job Notification 2023 – রাজ্যের চাকরিপ্রার্থীদের আবারও এক নতুন নিয়োগের সুখবর। কলকাতা ESIC তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে দপ্তরের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচের প্রতিবেদনে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.412-A-12/16/Specialist/2014/Estt
নিয়োগকারী দপ্তরEmployees’ State Insurance Corporation Kolkata (ESIC Kolkata)
আবেদন মাধ্যমWalk-in interview
ইন্টারভিউর তারিখ১৯ ডিসেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.esic.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

ESIC Job Notification 2023 Full Details

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

ESIC এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Super Specialist পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।

ESIC Job Notification 2023

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MD, MS, DM, M.Ch ডিগ্রি করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। আরোও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ১১-১২-২০২৩ তারিখ অনুযায়ী।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

Walk-in interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

ESIC Job Notification 2023
ESIC Job Notification 2023

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ESIC Job Notification 2023 এখানে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপরে বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

2nd Floor Academic Building ESI-PGIMSR, ESI Medical College and ESIC Hospital & ODC(EZ), Joka, Diamond Harbour Road, Kolkata 7000104.

নতুন চাকরির খবর » ডিসেম্বর মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

ইন্টারভিউর তারিখ ও সময়

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৯-১২-২০২৩ তারিখে।

দরকারি কাগজপত্র

নিচের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি Self Attested করে ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যাবেন –

  • বয়সের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • দুই কপি সাম্প্রতিক তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন + ফর্মDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.esic.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

অবশ্যই পড়ুন » হাতে খুব অল্প সময়! আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো হলে করতে হবে এই গুরুত্বপূর্ন কাজ

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।