KMC Recruitment Notification 2023

INB GURU

KMC Recruitment – কলকাতা পৌরসভায় স্টাফ নার্স ও ফার্মাসিস্ট নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা

সম্প্রতি কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation) এর পক্ষ থেকে স্টাফ নার্স ও ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সহ এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

- Advertisement -

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে, এখানে আবেদন করার পূর্বে এই আর্টিকেলটিকে বিস্তারিতভাবে পড়ুন। যাতে করে, সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাKolkata Municipal Corporation (KMC)
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ২২ ডিসেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটkmcgov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

KMC Recruitment Notification 2023 Full Details

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

KMC Recruitment Notification 2023 অনুযায়ী, এখানে যেসমস্ত পদে নিয়োগ করা হবে, সেগুলি নীচে দেওয়া হলো –

- Advertisement -
পদের নামশূন্যপদ
Staff Nurse (UHWC)২৯ টি
Staff Nurse (Polyclinic)৭ টি
Pharmacist১৯ টি
মোট শূন্যপদের সংখ্যা৫৫ টি

শিক্ষাগত যোগ্যতা –

Staff Nurse (UHWC, Polyclinic): আবেদনকারী প্রার্থীদের GNM ট্রেনিং কোর্স অথবা B.SC নার্সিং করে থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষা জানতে হবে।

Pharmacist: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Pharmacy (D-Pharma) (Allopathic) -এ Diploma করে থাকতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করা হবে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।

বেতন –

Staff Nurse (UHWC, Polyclinic) এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

Pharmacist এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

- Advertisement -

নির্বাচন পদ্ধতি (Selection Process)

Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি ফিল-আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরতে হবে। তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, CMO Building. 5, S.N. Banerjee Road, Kolkata 700013.

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট)
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো

নতুন চাকরির খবর » মাসিক বেতন ১৯,৯০০ টাকা, উচ্চ-মাধ্যমিক পাশে নন-টিচিং স্টাফ নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ১৫-১২-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২-১২-২০২৩ তারিখ পর্যন্ত

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশন + আবেদন ফর্মStaff Nurse (UHWC)

Staff Nurse (Polyclinic)

Pharmacist
🌐 অফিসিয়াল ওয়েবসাইটkmcgov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment