FSSAI Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। নতুন করে খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে একাধিক শূন্যপদে Group B এবং C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Food Safety and Standards Authority of India (FSSAI) |
পদের নাম | Various Posts |
মোট শূন্যপদের সংখ্যা | ৪২ টি |
আবেদন মাধ্যম | অনলাইন ও অফলাইন |
আবেদন শেষ | ২২ নভেম্বর, ২০২৩ ৪ ডিসেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.fssai.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
FSSAI Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
পদের নাম | মোট শূন্যপদ |
Administrative Officer | ৮ টি |
Senior Private Secretary | ৩ টি |
Personal Secretary | ১৪ টি |
Assistant Manager (IT) | ১ টি |
Assistant | ৬ টি |
Junior Assistant (Grade -II) | ১০ টি |
সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা | ৪২ টি |
শিক্ষাগত যোগ্যতা –
ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাশ, ব্যাচেলর ডিগ্রি ইত্যাদি। এখানে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা পৃথক চাওয়া হয়েছে তাই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপর আবেদন করুন।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৬ বছর।
- বয়স হিসেব করতে হবে ২২-১১-২০২৩ তারিখ অনুযায়ী।
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন –
এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তাই পদ অনুযায়ী চাকরিপ্রাপ্ত প্রার্থীদের বেতন রয়েছে বিভিন্ন।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আবেদনপত্র অফলাইনে পাঠাতে হবে। আবেদন করার জন্য www.fssai.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। তারপর আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সংযুক্ত করে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3rd Floor, FDA Bhawan, Kotla Road New Delhi
নিয়োগ পদ্ধতি
অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের এখানে।
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত ৩০-১০-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২-১১-২০২৩ তারিখ পর্যন্ত।
অফলাইনে আবেদন পাঠাবার শেষে তারিখ ০৪-১২-২০২৩.
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.fssai.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –