IOCL Recruitment 2024

INB GURU

IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি, শূন্যপদ ৪৭৩টি, অনলাইনে আবেদন করুন

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এ ৪৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -

IOCL Recruitment 2024 এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশে অনুরোধ করা হচ্ছে যে, এখানে আবেদন করার পূর্বে এই আর্টিকেলটিকে বিস্তারিতভাবে পড়ুন। যাতে করে, সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.PL/HR/ESTB/APPR-2023-24
নিয়োগকারী সংস্থাIndian Oil Corporation Limited (IOCL)
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.iocl.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

IOCL Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

IOCL Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪৭৩ টি শূন্যপদ রয়েছে। যেসব ট্রেডে নিয়োগ করা হবে, সেগুলি হলো –

- Advertisement -

১. Mechanical
যোগ্যতা– Mechanical/ Automobile Engineering নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের Diploma করে থাকলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

২. Electrical
যোগ্যতা– Electrical / Electrical & Electronics Engineering নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের Diploma করে থাকলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

৩. T&I (Telecommunication & Instrumentation)
যোগ্যতা– Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Instrumentation & Control Engineering নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের Diploma করে থাকলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

৪. Human Resource
যোগ্যতা– গ্র্যাজুয়েশন পাশ হলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

৫. Accounts
যোগ্যতা– Commerce নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

৬. Data Entry Operator
যোগ্যতা– উচ্চ মাধ্যমিক পাশ (12th Pass) হলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

৭. Domestic Data Entry Operator
যোগ্যতা– উচ্চ মাধ্যমিক পাশ (12th Pass) হলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৪ বছর।
  • বয়স হিসেব করতে হবে ১২.০১.২০২৪ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Register Now’ এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, Final Submit এ ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করবেন, Final Submit করার পর আবেদনে কোনো সংশোধন করতে পারবেন না।

নতুন চাকরির খবর » মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরি হাতের মুঠোয়! বিস্তারিত জেনে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

IOCL Recruitment 2024 এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ১২-০১-২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০১-০২-২০২৪ তারিখ পর্যন্ত

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.iocl.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment