NHAI Recruitment 2024

INB GURU

জাতীয় সড়ক দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে অনলাইনে

NHAI Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) -তে ৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যেকোনো রাজ্যের যেকোনো জেলার থেকে চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি সহ আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ন তথ্য পেতে আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

- Advertisement -

আপনাদের সুবিধার্থে NHAI Recruitment 2024 এই প্রতিবেদনের নীচে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এবং আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাNational Highways Authority of India (NHAI)
পদের নামনিচে উল্লেখ করা হয়েছে
মোট শূন্যপদের সংখ্যা৪৯ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২ ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.nhai.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

NHAI Recruitment 2024 Notification

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

NHAI এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নীচে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৪৯ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
পদের নামশূন্যপদ
Deputy General Manager (Technical)২৭ টি
Manager (Technical)২২ টি

শিক্ষাগত যোগ্যতা –

উপরোক্ত দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Civil Engineering বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে। সেইসাথে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা –

বেতন –

Deputy General Manager (Technical) পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা সহ গ্রেড পে ৭,৬০০ টাকা দেওয়া হবে।

Manager (Technical) পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা সহ গ্রেড পে ৬,৬০০ টাকা দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

একাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।

- Advertisement -

আবেদন প্রক্রিয়া (Apply Process)

NHAI Recruitment 2024 আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন –

১) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in এ যেতে হবে।
২) তারপর About Us → Vacancies → Current এ যেতে হবে।
৩) তারপর প্রাসঙ্গিক নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে থাকা Apply Now বোতামে ক্লিক করতে হবে।
৪) New Registration এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৫) তারপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) সবশেষে, Submit বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে এবং রেফারেন্স নম্বর পাবেন এটি কোথাও লিখে রাখুন অথবা ডাউনলোড করে রাখুন।

আরও পড়ুন » Voter Card Photo Change – ভোটার কার্ডে নিজের ছবি নিজেই চিনতে পারছেন না? বদলে নিন অনলাইনে

দরকারি নথিপত্র (Required Documents)

NHAI Recruitment 2024 এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি, ইত্যাদি

নতুন চাকরির খবর » January Month All Jobs Update 2024: জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

NHAI Recruitment 2024 এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০২-০২-২০২৪ অর্থাৎ ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.nhai.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment