NICL AO Recruitment 2024

INB GURU

রাজ্যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

NICL AO Recruitment 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL) এর তরফে Administrative Officers (AO) পদে কর্মী নিয়োগ এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

- Advertisement -

আবেদন করার আগে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। NICL AO Recruitment 2024 এ চাকরির জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাNational Insurance Company Limited (NICL)
পদের নামVarious Posts
মোট শূন্যপদের সংখ্যা২৭৪ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২২ জানুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটnationalinsurance.nic.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

NICL AO Recruitment 2024 – Full Details

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

NICL AO Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Administrative Officers (Generalists & Specialists) (Scale-I) পদে নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে মোট ২৭৪ টি শূন্যপদ রয়েছে। যেসমস্ত বিভাগে নিয়োগ করা হবে দেখুন –

- Advertisement -
NICL AO Recruitment 2024
NICL AO Recruitment 2024

আরও পড়ুন » Gas Aadhaar Link Check – গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা চেক করুন এইভাবে

শিক্ষাগত যোগ্যতা –

বিভাগের নামশিক্ষাগত যোগ্যতা
Doctors (MBBS)M.B.B.S. / M.D. / M.S / P.G – Medical Degree
LegalGraduate / Post Graduate in Law
FinanceChartered Accountant / Cost AccountantOR,B.Com / M.Com
ActuarialBachelor / Masters Degree in Statistics / Mathematics / Actuarial Science / any other quantitative discipline
Information TechnologyB.E /B.Tech / M.E / M.Tech in Computer Science/ Information Technology/ MCA
Automobile EngineeringB.E /B.Tech / M.E / M.Tech in Automobile Engineering
Generalist OfficersGraduate / Post Graduate in any stream
Hindi (Rajbhasha) OfficersMaster’s Degree

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
  • বয়স হিসেব করতে হবে ০১-১২-২০২৩ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এখানে নিযুক্তদের শুরুতে প্রতি মাসে বেতন হবে ৫০,৯২৫/- টাকা। মেট্রোপলিটান শহরগুলিতে মোট বেতনের পরিমাণ হবে আনুমানিক ৮৫,০০০/- টাকা প্রতি মাসে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা মিলবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

NICL AO Recruitment 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

SC/ST/PwBD ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫০/- টাকা জমা করতে হবে। এবং বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে (ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং/ IMPS/ Cash Card/ Mobile Wallet.

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –

- Advertisement -

১) প্রথমে NICL এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে APPLY ONLINE লিংকে ক্লিক করতে হবে।
২) এরপর Registration করতে হবে।
৩) এরপর নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৪) আবেদন ফি জমা করতে হবে অনলাইনে।
৫) সবশেষে Submit বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড)
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • নিজের সিগনেচার
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি, ইত্যাদি

নতুন চাকরির খবর » ৭৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে AIESL, বেতন ৪০ হাজার টাকা

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ০২-০১-২০২৪ তারিখ থেকে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২-০১-২০২৪ তারিখ পর্যন্ত

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটnationalinsurance.nic.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment