NTPC Recruitment 2023 Notification

INB GURU

কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা | NTPC Recruitment 2023 Notification

NTPC Recruitment 2023 Notification: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) -এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদন শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো।

- Advertisement -
Advertisement No.23.2023
নিয়োগকারী সংস্থাNational Thermal Power Corporation (NTPC)
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৮ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.ntpc.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

NTPC Recruitment 2023 Notification

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

NTPC -এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Assistant Mine Surveyor পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১১ টি শূন্যপদ রয়েছে। (UR – ৭ টি, EWS – ১ টি, OBC – ২ টি, SC – ১ টি)।

শিক্ষাগত যোগ্যতা –

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil / Mining Engineering বিষয়ে ডিগ্রী করা থাকতে হবে। সঙ্গে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে।

- Advertisement -

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Online Test
  • Document Verification

আবেদন মূল্য (Application Fees)

General/EWS/OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ST/XSM প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে জমা করতে পারেন।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য প্রথমে https://careers.ntpc.co.in/recruitment/login.php এই লিংকে ক্লিক করে যেতে হবে। তারপর New User/ Register অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন ফর্ম ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন ফি জমা করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করতে হবে।

নতুন চাকরির খবর » নতুন প্রকল্পের ঘোষণা মোদী সরকারের, প্রতিবছর পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২৪-১১-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৮-১২-২০২৩ তারিখ পর্যন্ত।

- Advertisement -

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.ntpc.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment