পূর্ব মেদিনীপুরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। পূর্ব মেদিনীপুরে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল ছেলে ও মেয়ে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.DH&FWS(Ndgm)/4771
নিয়োগকারী সংস্থাDistrict Health & Family welfare samiti
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৩ জানুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটpurbamedinipur.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Purba Medinipur New Job Vacancy 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪৫ টি শূন্যপদ রয়েছে।

যেসমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো –

  • Medical Officer
  • GDMO
  • Community Health Assistant
  • Laboratory Technician
  • Dental Technician
  • Counsellor
  • Paediatrician
  • Anaesthetist
  • Psychiatric Social Worker
  • Accountant
  • Multi Rehabilitation Worker
  • Yoga Instructor (Male & Female)

শিক্ষাগত যোগ্যতা ও বয়স –

এখানে ১২ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য পৃথক যোগ্যতা ও বয়স চাওয়া হয়েছে। তবুও আপনাদের বলে রাখি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, MBBS শিক্ষাগত যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

আবেদন মূল্য (Application Fees)

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০/- টাকা জমা করতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে www.wbhealth.gov.in বা https://hr.wbhealth.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে যা যা ডকুমেন্ট চাওয়া হবে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।

নতুন চাকরির খবর » January Month All Jobs Update 2024: জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২৯-১২-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।