UIIC Recruitment 2024

INB GURU

UIIC Recruitment 2024 – ফের সরকারি বীমা কোম্পানিতে ২৫০ জন কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

UIIC Recruitment 2024 – চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি United India Insurance Company Limited (UIIC) -তে কর্মী নিয়োগ করা হবে। মোট ২৫০ জন যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সেই মর্মে কোম্পানির তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। দেশের বিভিন্ন শহরে এই সংস্থার কার্যালয়ে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -
Advertisement No.UIIC/HOHRM/AO-Gen/01/2024
নিয়োগকারী সংস্থাUnited India Insurance Company Limited (UIIC)
পদের নামAdministrative Officer
মোট শূন্যপদের সংখ্যা২৫০ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৩ জানুয়ারি ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটuiic.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

UIIC Recruitment 2024 – Full Details

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

UIIC -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে Administrative Officers (Generalists)পদে নিয়োগ করা হবে। এই পদে সব মিলিয়ে মোট ২৫০ জনকে নিয়োগ করা হবে। UR – ১০২ টি, EWS – ২৪ টি, SC – ৩৭ টি, ST – ২০ টি, OBC – ৬৭ টি।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬৬ শতাংশ (SC/ST দের জন্য ৫৫ শতাংশ) নম্বর নিয়ে স্নাতক পাশ হবে আবেদনকারীদের। সেইসঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

- Advertisement -

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে ৩১-১২-২০২৩ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন ৮৮,০০০/- টাকা (প্রায়) মেট্রোপলিটন কেন্দ্রগুলিতে। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

পোস্টিং কোথায় হবে?

পশ্চিমবঙ্গ, অসম, বিহার, নিউ দিল্লি, গুজরাট, অন্ধ্র প্রদেশ সহ দেশের অন্যান্য শহরে পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

UIIC Recruitment 2024 – Exam

পরীক্ষার সেন্টার

দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে অনলাইন পরীক্ষার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা/গ্রেটার কলকাতা, শিলিগুড়িতে রয়েছে পরীক্ষার সেন্টার

আবেদন মূল্য (Application Fees)

General, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি ১০০০/- টাকা জমা করতে হবে। এবং SC/ST, PwBD প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।

- Advertisement -

আবেদন প্রক্রিয়া (Apply Process)

UIIC Recruitment 2024 : আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিজের কয়েকটি স্টেপ ফলো করুন।

  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট uiic.co.in -এ যেতে হবে।
  • এরপর নীচে Career সেকশনে থাকা Recruitment লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর Recruitment of Administrative Officers (Scale I)-Generalists-2024 এ প্লাস (+) ইকনে ক্লিক করে Apply Online লিংকে ক্লিক করতে হবে (আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
  • এরপর Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশনের পর অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

Note: মোবাইল দিয়ে আবেদন করার সময় মোবাইলটিকে ঘুরিয়ে (Rotate) নেবেন। তবেই আবেদন ওয়েবসাইটটি সম্পূর্ন প্রদর্শিত হবে।

আরও পড়ুন » পশ্চিমবঙ্গে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, এই নতুন প্রকল্পে কি কি সুবিধা পাবেন? দেখে নিন বিস্তারিত

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র
  • বয়সের প্রমাণপত্র
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি

নতুন চাকরির খবর » জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ০৮-০১-২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ২৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত চলবে

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটuiic.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment