Semester System in HS –  উচ্চমাধ্যমিকে চালু হলো সেমিস্টার সিস্টেম! কোন কোন বিষয়গুলি না জানলেই নয়? কতটা বাড়তি সুবিধা পাচ্ছেন পড়ুয়ারা? দেখে নিন একনজরে

Semester System in HS: বদলে গেল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম কানুন। বাৎসরিক একটি পরীক্ষার বদলে এবার থেকে বছরে দুবার পরীক্ষায় বসতে হবে রাজ্যের ছাত্রছাত্রীদের। উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু নিয়ে গতবছর থেকেই তৎপর ছিল রাজ্য সরকার। জানা যাচ্ছিল পরবর্তী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার চালু হচ্ছে উচ্চমাধ্যমিকে। সর্বভারতীয় ক্ষেত্রের প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে যাতে পড়ুয়াদের কোন অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য উচ্চমাধ্যমিক স্তর থেকেই সেমিস্টারের প্রস্তুতি নেবেন ছাত্র -ছাত্রীরা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরই সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য সর্ব ভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দু’বার পরীক্ষা নেওয়ার ভাবনা সামনে আনেন। তারপর বহু জল্পনা কল্পনা শেষে অবশেষে উচ্চমাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে (Semester System in HS) শিলমোহর দিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছর দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভাগ হয়ে যাচ্ছে দুটি সেমিস্টার পরীক্ষায়। এতদিন রাজ্যজুড়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে নিয়ম চালু ছিল তাতে আসছে বিরাট রদবদল। এবছর যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে উঠবেন, তাঁরা এই সেমিস্টার পদ্ধতিতেই উচ্চমাধ্যমিক দেবেন। তাই ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচিত নতুন পরীক্ষা পদ্ধতির নিয়মগুলি সম্পর্কে জ্ঞাত হওয়া। আসুন জেনে নেওয়া যাক সেমিস্টার সিস্টেমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Semester System in HS) ঠিক কিভাবে পরিচালিত হবে।

সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম গুলি কী কী?

১) নতুন নিয়ম অনুসারে একাদশ শ্রেণী থেকেই সেমিস্টার চালু হচ্ছে। সেই মতো একাদশ শ্রেণীতে নেওয়া হবে দুটি পরীক্ষা আর দ্বাদশ শ্রেণীতে হবে আরও দুটি পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর দুটি পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

২) যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার নেওয়া হবে, সেহেতু একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার বলে অভিহিত করা হবে।দ্বাদশ শ্রেণীতে উঠে তৃতীয় সেমিস্টারের আগেই পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা।

৩) নতুন নিয়মে চারটি সেমিস্টারের সময়সীমা উল্লেখ করা হয়েছে। প্রথম ও তৃতীয় সেমিস্টারটি হবে নভেম্বর মাসে। আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা নভেম্বরে প্রথম সেমিস্টার পরীক্ষার বসবেন।

৪)‌ প্রথম ও তৃতীয় সেমিস্টারটির প্রশ্ন হবে সংক্ষিপ্ত বা এমসিকিউ ভিত্তিক। অন্যদিকে দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নের উপর। প্রথম সেমিস্টার টি প্রত্যেক স্কুল তা নিজের মতো করে নেবে। এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বোর্ড। দ্বাদশ শ্রেণীতে উঠে তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে ছাত্র ছাত্রীদের।

৫) একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রথম তিনটি সেমিস্টারের পরীক্ষার সময়সীমা হবে দেড় ঘন্টা। কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষাটির জন্য ২ ঘন্টা সময় দেওয়া হবে।

আরও পড়ুন » FASTag News – এই ব্যাংকগুলিতে যানবাহনের FASTag করলে আর কোনও চিন্তাই নেই! তালিকা প্রকাশ করে জানাল NHAI

৬) একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীতেই ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বিজ্ঞানের বিষয় গুলিতে ৭০ নম্বরের থিওরি ও বাকি ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল হবে। যে যে বিষয়ের প্র্যাকটিক্যাল নেই সে বিষয়গুলির ক্ষেত্রে ৮০ নম্বরের থিওরি ও বাকি 20 নম্বর এর প্রজেক্ট থাকবে।

৭) তবে সেমিস্টার সিস্টেমে ছাত্র-ছাত্রীদের জন্য সবচেয়ে ভালো খবর হলো একটি পরীক্ষায় কম নম্বর পেলে পরের পরীক্ষায় বেশি নম্বর তুলে রেজাল্ট ভালো করতে পারবেন। এমনকি একটি সেমিস্টারে শূন্য পেলে পরের সেমিস্টারটি সুযোগ হবে সেই পড়ুয়ার জন্য পাশ নম্বর তোলার। এই নিয়ম প্রযোজ্য থাকছে একাদশ ও দ্বাদশ উভয়ের শ্রেণীতে।

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%