WB Taruner Swapna Scheme - দ্বাদশ নয় এবার একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাবের টাকা

Akash Kumar

Taruner Swapna Scheme – দ্বাদশ নয় এবার একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাবের টাকা! লাখ লাখ ছাত্রছাত্রীর জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

Taruner Swapna Scheme: লোকসভা ভোটের আগে ছাত্রছাত্রীদের জন্য জন্য বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদের ক্ষমতায় আসার পর থেকে ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা যাতে কোনভাবেই মাঝপথে থেমে না যায় তার জন্য চালু হয়েছে রাজ্য সরকারি তরফে বিভিন্ন স্কলারশিপ। প্রতিবছর সরকারি বৃত্তি সাহায্যে উপকৃত হন পশ্চিমবঙ্গের হাজার হাজার পড়ুয়া।রাজ্যে অনগ্রসর শ্রেণী পড়ুয়াদের জন্য বছরভর বিভিন্ন সাহায্য প্রদান করে রাজ্য সরকার। বলাই বাহুল্য এই সকল সাহায্যের হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তাঁরা। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বহু ছেলেমেয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন ও যথাযথভাবে সফল হচ্ছেন।

- Advertisement -

Taruner Swapna Scheme

কোভিড অতিমারির সময় থেকেই পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়ার সংকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময় অনলাইন মাধ্যমে পড়াশোনা হওয়ায় ট্যাব হাতে পেয়ে বিশেষ উপকৃত হয়েছিলেন পড়ুয়ার। মূলত সরকারি তরফে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাঠানো হয়। রাজ্য সরকার পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠায়। সেই টাকায় ট্যাব অথবা স্মার্টফোন কিনে তার প্রমাণ দিতে হয় স্কুলে। রাজ্য সরকারের তরফে চালু হওয়া এই প্রকল্পের নাম হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প (Taruner Swapna Scheme)। বিগত বছরগুলিতে‌ পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা ট্যাব হাতে পেয়ে বিশেষ খুশি। তবে লোকসভা ভোট মরশুমে রাজ্য পড়ুয়াদের জন্য আরো বড় গিফট রেডি করলেন মুখ্যমন্ত্রী।

❖  Related Articles

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে এই ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর।‌ এর আগেই রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর দ্বাদশ শ্রেণি‌ নয়, এবার থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ট্যাব অথবা স্মার্টফোন। এই নিয়েই এবার বিজ্ঞপ্তি জারি হল। বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে উঠলেই সরাসরি নিজেদের ব্যাংক একাউন্টে ট্যাব অথবা স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবেন।

- Advertisement -

আরও পড়ুন » মোদী সরকারের নতুন স্কিম, ব্যবসা শুরু করতে ১৫ লাখ টাকা পর্যন্ত লোন দেবে

আগামী ২০২৪-২৫ অর্থবর্ষ থেকেই চালু হয়ে যাচ্ছে একাদশ শ্রেণীতে ট্যাবের টাকা পাওয়ার নিয়ম। এবছর যারা একাদশ শ্রেণীতে উঠলেন তারা অতি শীঘ্রই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পেয়ে যাবেন। সরকার সূত্রে খবর, প্রায় ২০ লক্ষ পড়ুয়ার হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। যার জন্য সরকারের খাত থেকে খরচ হবে প্রায় দুই হাজার কোটি টাকা। তবে পড়ুয়াদের জন্য কি খবর নিঃসন্দেহে খুশির বার্তা আনছে। কবে স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা আসবে এখন তার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment