SINP Recruitment 2023

INB GURU

রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ? | SINP Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে।

- Advertisement -
Advertisement No.SINP/Estt./Advt./08/2023
নিয়োগকারী সংস্থাSaha Institute of Nuclear Physics (SINP)
আবেদন মাধ্যমঅনলাইন + অফলাইন
আবেদন শেষ২৫ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.saha.ac.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SINP Recruitment 2023

পদের নাম –

এই নিয়োগে সে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো –

  • Engineer ‘C’
  • Technician ‘B’
  • Lower Division Clerk

শূন্যপদের সংখ্যা –

মোট ১৭ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
  • Engineer ‘C’ – ২ টি।
  • Technician ‘B’ – ১০ টি।
  • Lower Division Clerk – ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা –

Engineer ‘C’ পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electrical Engineering বিষয়ে স্নাতক হতে হবে।

Technician ‘B’ পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে যেকোনো শাখায় ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয় ITI কোর্স করে থাকতে হবে অথবা বিজ্ঞান শাখায় ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Lower Division Clerk পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার কোর্স সহ কম্পিউটার টাইপিং-এ দক্ষ হতে হবে।

নতুন চাকরির খবরঃ WBPSC : রাজ্যের কৃষি দপ্তরে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলী

বয়সসীমা –

পদের নামবয়সসীমা (২৫.০৮.২০২৩ তারিখ অনুযায়ী)
Engineer ‘C’১৮ – ৩০ বছর
Technician ‘B’১৮ – ২৫ বছর
Lower Division Clerk১৮ – ২৫ বছর

বেতন –

Engineer ‘C’ এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল – ১০ হারে বেতন দেওয়া হবে।

- Advertisement -

Technician ‘B’ এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল – ৩ হারে বেতন দেওয়া হবে।

Lower Division Clerk এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল – ২ হারে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইন তারপর অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in এ গিয়ে “Job Opportunity” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশনের পর লগইন করে সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।
  • তারপর আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে একটি মুখ বন্ধ খামের ওপর “Application for the post of ____, Post Code___, Category _____” লিখে সেল্ফ এটেস্টেড করা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র খামের মধ্যে ভরে ০৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে ইনস্টিটিউটের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Register, Register’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata- 700064

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

Engineer ‘C’ পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ৫০০/- টাকা এবং Technician ‘B’ ও Lower Division Clerk পদে আবেদন করার জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত ১১.০৭.২০২৩ অর্থাৎ ১১ জুলাই, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ হলো আগামী ২৫.০৮.২০২৩ অর্থাৎ ২৫ আগস্ট, ২০২৩ তারিখ। ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে হার্ড কপি পাঠাতে হবে।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.saha.ac.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

🔥 সুখবর! পিএম কিষাণ যোজনার ১৪ তম কিস্তির টাকা দেবার তারিখ ঘোষণা, জেনে নিন কবে?

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment