রাজ্যের সরকারি হাসপাতালে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে রাজ্যের সরকারি হাসপাতালে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে, আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.DHFWS-II/DPMU/628
অফিসিয়াল ওয়েবসাইটwbhealth.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB Govt Hospital Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Medical Officer General Duty পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করে থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের। সেইসঙ্গে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC) -এর অধীনে নাম নথিভুক্ত রাখতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬২ বছর,
  • বয়স হিসেব করতে হবে ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী,
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

জেনারেল কাস্ট প্রার্থীদের ১০০/- টাকা এবং SC/ST/PH প্রার্থীদের ৫০/- আবেদন ফি জমা করতে হবে ইন্টারভিউয়ের দিন অফিসে। NEFT/Bank Transfer এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই, সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের যাবতীয় ডকুমেন্টস এবং বিজ্ঞপ্তির নিম্নাংশে থেকে আবেদনপত্রটি পূরণ করে ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা

Office of the Chief Medical Officer of Health, Suri, Birbhum (DPMU section Room number 7)

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • MBBS Certificate with specialization
  • Marksheet of MBBS and Specialization
  • Admit card of Madhyamik Pariksha/Age proof

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৬.২০২৪
ইন্টারভিউর তারিখ২৬.০৬.২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwbhealth.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।